বীরু আছেন বীরুতেই। ব্যাট ছেড়ে এখন টুইটারই তাঁর মূল অস্ত্র। তাই কোনও বলকেই ছাড়েন না বাউন্ডারির বাইরে পাঠাতে। সে সামনের মানুটি যেই হোন না কেন। এ বার তো ছাড়লেন না স্বয়ং তাঁর ক্যাপ্টেনকেই। সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয় ভাবেননি বীরু এমনটাও করতে পারেন। কিন্তু বীরু তো বীরুই। তিনি বীরেন্দ্র সহবাগ। এমনটা না করলে বুঝবেন কী করে?
আরও খবর: এই হার কষ্টের, বলছেন ইমরান খান
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য দিতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বীরেন্দ্র সহবাগরা। সহবাগের খুনসুটি থেকে বাদ জাননি শেন ওয়ার্নও। ভারতপাকিস্তান ম্যাচের ঘটনা। তখন বার বার বৃষ্টিতে বন্ধ হচ্ছে ম্যাচ। কী করবেন ধারাভাষ্যকাররা? একটু না হয় ঘুমিয়েই নিলেন। আর শেন ওয়ার্ন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ঘুমের ছবিই টুইটারে পোস্ট করে দিলেন বীরেন্দ্র সহবাগ। তাতে লিখলেন ‘‘এই লিজেন্ডরা কোনও সময় নষ্ট করে না। সোনে কা মজা।’’ যা দেখে বেস মজাই পেলেন শেন ওয়ার্ন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য দিতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বীরেন্দ্র সহবাগরা। সহবাগের খুনসুটি থেকে বাদ জাননি শেন ওয়ার্নও। ভারতপাকিস্তান ম্যাচের ঘটনা। তখন বার বার বৃষ্টিতে বন্ধ হচ্ছে ম্যাচ। কী করবেন ধারাভাষ্যকাররা? একটু না হয় ঘুমিয়েই নিলেন। আর শেন ওয়ার্ন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ঘুমের ছবিই টুইটারে পোস্ট করে দিলেন বীরেন্দ্র সহবাগ। তাতে লিখলেন ‘‘এই লিজেন্ডরা কোনও সময় নষ্ট করে না। সোনে কা মজা।’’ যা দেখে বেস মজাই পেলেন শেন ওয়ার্ন।
বীরুর পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে ওয়ার্ন সোফা দখল করে নেওয়ায় সৌরভ শেষ পর্যন্ত মেঝেতেই জায়গা করে নিয়েছেন। বার বার বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হলেও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে ভারতীয় ক্রিকেট দল।