Virat Kohli

এশিয়া কাপে কোহলীদের খেলা অনিশ্চিত, খেলতে পারে ভারতের দ্বিতীয় দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতায় ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটার অংশ নিতে পারবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১৭:৫৯
Share:

বিরাট কোহলী, অধিনায়ক ভারতীয় ক্রিকেট দল।

আগামী জুন মাসে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ শ্রীলঙ্কার মাটিতে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাইছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতায় ভারতীয় দলের একাধিক সিনিয় র ক্রিকেটার অংশ নিতে পারবেন না। তাই শেষ পর্যন্ত এশিয়া কাপের জন্য দ্বিতীয় সারির দল পাঠানোর ভাবনাচিন্তা করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিটে গেলেও কিন্তু দেশে ফিরে আসছে না বিরাট বাহিনী। শোনা গিয়েছে তাঁদের রানীর দেশেই থাকতে হবে। কারণ আগামী ৪ অগস্ট থেকে শুরু হবে জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিরিজ।

আরও পড়ুন:

ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফলে বিরাট কোহলী, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থের মত ক্রিকেটারদের এশিয়া কাপ খেলার সম্ভাবনা খুবই কম।

Advertisement

এক বোর্ড কর্তা বলেছেন, “ইংল্যান্ড সফর আমাদের কাছে খবুই গুরুত্বপূর্ণ। তাছাড়া কোভিড পরিস্থিতির মধ্যে বারবার জৈব বলয় ভাঙা মোটেও সম্ভব নয়। তাই এশিয়া কাপ আয়োজিত হলে সেখানে দ্বিতীয় সারির ভারতীয় দল যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement