Bengal Cricket

অরুণের ‘অযোগ্য পিচ’ মন্তব্যে তীব্র আক্রমণ কিউরেটরের

রাজকোটে রঞ্জি ফাইনালের উইকেটে বল প্রায়ই নিচু হচ্ছে। সমালোচনা করে অরুণ লাল বলেছিলেন যে এই পিচ রঞ্জি ফাইনাল হওয়ার যোগ্য নয়।

Advertisement

সংবাদ সংস্থা

রাজকোট শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৬:৩৯
Share:

বিতর্কের কেন্দ্রে রাজকোটের বাইশ গজ।

রঞ্জি ফাইনালের বাইশ গজের সমালোচনা করেছিলেন বাংলার কোচ অরুণ লাল। বুধবার তাঁকে একহাত নিলেন সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার কিউরেটর মহেন্দ্র রাজদেব।

Advertisement

রাজকোটে রঞ্জি ট্রফির ফাইনালের উইকেটে বল প্রায়ই নিচু হচ্ছে। সমালোচনা করে অরুণ লাল বলেছিলেন যে এই পিচ রঞ্জি ফাইনাল হওয়ার যোগ্য নয়। বোর্ডের এটা দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রঞ্জি ফাইনালে নিরপেক্ষ কিউরেটর থাকা দরকার বলেও মতামত দেন তিনি। আর অরুণ লালের এই মন্তব্যই মানতে পারছেন না কিউরেটর মহেন্দ্র।

আরও পড়ুন: ধর্মশালায় বৃষ্টির আশঙ্কা, ভেস্তে যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচই

Advertisement

আরও পড়ুন: বন্ধ হোক আইপিএল, এ বার আবেদন মাদ্রাজ হাইকোর্টে​

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে প্রকাশিত এক বিবৃতিতে মহেন্দ্র বলেছেন, “বাংলার পেসাররা যেমন চাইছিল তেমন বাড়তি বাউন্স হয়তো এই পিচে নেই। তবে তার মানেই উইকেট জঘন্য, এমন মোটেই নয়। বাংলার কোচের তরফে তড়িঘড়ি এই মন্তব্য করা হয়েছে। যা মোটেই ঠিক নয়। আর এই মন্তব্য বাংলার ক্রিকেটারদের পক্ষেও অসুবিধার। দুই দলই এই পিচে খেলবে যা বানানো হয়েছে বোর্ডের নিরপেক্ষ কিউরেটরের (এল প্রশান্ত রাও) তত্ত্বাবধানে।”

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে অবশ্য অরুণ লালের মন্তব্য নিয়ে বোর্ডের কাছে সরকারি ভাবে কোনও অভিযোগের ভাবনা নেই। বরং সংস্থা মনে করছে যে উইকেট নিয়ে বড্ড দ্রুত এই মন্তব্য করে ফেলেছেন অরুণ লাল। শব্দচয়নে তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement