আইএসএলে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ভারতে চলে এসেছেন ব্রিটিশ কোচ রবি ফাওলার। সমর্থকদের মনে উঁকি দিচ্ছিল একটাই প্রশ্ন, কোন ফুটবলারদের নিয়ে দল গড়বে লাল-হলুদ? সেই ঘোষণা আজ করে ফেলল ইস্টবেঙ্গল। দলের ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দিল তারা।
আশঙ্কা ছিল, দেরি করে আইএসএলে ছাড়পত্র পাওয়ায় হয়তো ভাল মানের ভারতীয় ফুটবলার পাওয়া যাবে না। কিন্তু দল ঘোষণা করতে দেখা গেল অন্য ছবি। দেখে নেওয়া যাক, কাদের গায়ে উঠছে এ বারের ইস্টবেঙ্গল জার্সি।
গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন এঁরা।
রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ভারতীয়রা।
মাঝমাঠে ম্যাচের রাশ হাতে রাখার দায়িত্ব থাকবে এঁদের উপর।
ফুটবলে গোলই সব। আর সেই কাজে বহাল থাকবেন এঁরা।
ইতিমধ্যেই বিদেশিদের নামও ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল। স্কটল্যান্ডের ড্যানি ফক্স, অস্ট্রেলিয়ার স্কট নেভিল, জার্মানির মাঠি স্টাইনমান এবং ওয়েলসের অ্যারন জোসুয়া আমাদির সঙ্গে চুক্তি হয়েছে। সঙ্গে রয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্টনি পিলকিন্টন এবং জা মাগোমা।
দল গঠন প্রায় শেষ লাল-হলুদের। বাকি শুধু এক বিদেশির সইয়ের। এ বার আইএসএলে নামা শুধু সময়ের অপেক্ষা।