Virat Kohli

নেটমাধ্যমে কোহলীকে নিয়ে মন্তব্য করা থেকে সবাইকে সাবধান করে দিলেন প্যাট কামিন্স

ভারত ২-১ ফলে টেস্ট সিরিজে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৯:২৩
Share:

এ বার লক্ষ্য আইপিএল। তৈরি হচ্ছেন বিরাট। ছবি - টুইটার

নিজে তো সাবধান হয়েইছেন, বাকিদেরও সাবধান করে দিচ্ছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার এই জোরে বোলারের মতে নেটমাধ্যমে বিরাট কোহলীকে কিছু বললেই আর রক্ষে থাকবে না।

Advertisement

২০১৮ সালে কীভাবে নিজেরই একটি ‘কৃতকর্ম’-এর ফল পেয়েছিলেন, জানিয়েছেন কামিন্স। সেবার ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার মাস খানেক আগে কামিন্স নেটমাধ্যমে লিখেছিলেন, ‘মনে হয় না বিরাট কোহলী এবার শতরান করতে পারবে। এখানে এবার আমরা ওদের শেষ করে দেব।’ এরপর যা হয়েছিল, তা ভাবতেও পারেননি কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার খেলতে আসা কামিন্স। সে কথা জানিয়ে নিজেই বলেছেন, ‘‘নেটমাধ্যমে এরকম মন্তব্য করলে সবাই একেবারে ছিঁড়ে খাবে। কোহলীর সম্পর্কে একটা খারাপ কথা বলার জো নেই। এরপর কয়েকদিন আমার ফোন থামেনি। ওর ভক্তরা প্রচণ্ড রেগে গিয়েছিল।’’

সেই সিরিজে কোহলী শতরান করেছিলেন। ভারত ২-১ ফলে টেস্ট সিরিজে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement