উচ্ছ্বসিত নিউক্যাসেল সমর্থকরা টুইটার
মাইক অ্যাশলির থেকে ভারতীয় মুদ্রায় প্রায় তিন হাজার পঞ্চাশ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা নিয়ে নিল সৌদি আরবের এক সংস্থা। সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান এই সংস্থার সঙ্গে যুক্ত। তবে প্রিমিয়ার লিগের তরফ থেকে বলা হয়েছে সৌদি আরবের রাজ পরিবার এই ব্যাপারে মাথা গলাবে না।
প্রিমিয়ার লিগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড বিক্রি হল কনসোর্টিয়াম-এর কাছে।’’ দীর্ঘদিন ধরে সাফল্য পায়নি নিউক্যাসল। এ নিয়ে সমর্থকদের ক্ষোভও ছিল। এ বার সুদিন ফেরার আশায় সমর্থকরা।
এ মরসুমেও ভাল জায়গায় নেই ইংল্যান্ডের এই ক্লাব। অবনমনের আওতায় রয়েছে নিউক্যাসল। সৌদি আরবের সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ‘‘এই চুক্তি দীর্ঘ মেয়াদি। ক্লাবের ঐতিহ্যের কথা মাথায় রেখে ও সমর্থকদের কথা ভেবে এই চুক্তি করেছি আমরা।’’