বাঙালি সত্যরূপ নজির গড়লেন পর্বতারোহনের ইতিহাসে। ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
সপ্ত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করলেন বাঙালি সত্যরূপ সিদ্ধান্ত। ৩৫ বছর নয় মাস বয়সী সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে গড়লেন বিশ্বরেকর্ড। এর আগে এই কৃতিত্ব ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের। তিনি ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্বের মালিক হয়েছিলেন। সত্যরূপ আরও কম বয়সে এই কৃতিত্বের অধিকারী হলেন। এবং লিখলেন ইতিহাস। গর্বিত করলেন বাংলার মানুষকে।
পেশায় ইঞ্জিনিয়ার সত্যরূপের আগে ভারতের কোনও পর্বতারোহী সপ্ত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জিততে পারেননি। বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হওয়ার পাশাপাশি এটাও রেকর্ড। এই কৃতিত্ব এতদিন ভারতীয়দের অধরাই ছিল।
বুধবার ভারতীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলি জয় করলেন। অ্যান্টার্কটিকার এই আগ্নেয়গিরির শিখরের উচ্চতা ৪২৮৫ মিটার। বেহালার ছেলে সত্যরূপের বেসক্যাম্প থেকে মাউন্ট সিডলের শীর্ষে উঠতে লাগে প্রায় ১১ ঘণ্টা। ভারতীয় পর্বতারোহনের ইতিহাসে যা নতুন কীর্তি হয়ে উঠল।
আরও পড়ুন: অ্যাডিলেডের মাটিতে ভারতের জয়ের ১১ কারণ
আরও পড়ুন: বিরাট-নজির, অস্ট্রেলিয়ায় প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে একদিনে সেঞ্চুরি কোহালির
২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জিতে ফেলেছিলেন সত্যরূপ। গত বছর থেকে নজর দেন আগ্নেয়গিরি জয়ে। এর আগেও তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার) ও রাশিয়ার মাউন্ট এলব্রাস (৫৬৪২ মিটার) জয় করেছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে আর্জেন্টিনা-চিলি সীমান্তে মাউন্ট ওজোস ডেল সালাডো (৬৮৯৩ মিটার), সেপ্টেম্বরে ইরানের মাউন্ট ডামাভান্ড (৫৬১০ মিটার), নভেম্বরে পাপুয়া নিউ গিনির মাউন্ট গিলাউয়ে (৪৩৬৭ মিটার), ডিসেম্বরে মেক্সিকোর মাউন্ট পিকো ডি ওরিজাবা (৬৬৩৬ মিটার) জয় করেন। এ ছাড়া ফের ওঠেন মাউন্ট কিলিমাঞ্জারোতে। আর নতুন বছরের গোড়াতেই উঠলেন অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলিতে।
কলকাতা থেকে চিলির সান্তিয়াগো শহর ছুঁয়ে অ্যান্টার্কটিকা পৌঁছন তিনি। রওনার আগে কলকাতায় তাঁর বন্ধু, শুভানুধ্যায়ীরা এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছিল। মাউন্ট সিডলিও যে সত্যরূপ জয় করবেন, এটা নিয়ে সংশয় ছিল না তাঁর ঘনিষ্ঠদের মধ্যে। তবে আশঙ্কা যে একেবারেই ছিল না, তা নয়। মাউন্ট পিকো ডি ওরিজাবা জয় করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এ বারও যে সময়ের মধ্যে তাঁর মাউন্ট সিডলি জয়ের কথা, সেই সময় পেরিয়ে গেলেও খবর মিলছিল না। অবশেষে সত্যরূপের সপ্তম আগ্নেয়গিরি জয়ের খবর পেয়ে তাই আনন্দে মেতে ওঠেন শুভানুধ্যায়ীরা। দেশে ফেরার আগে সান্তিয়াগোয় সত্যরূপকে সংবর্ধনা দেবে চিলির ভারতীয় দূতাবাস।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)