সারপ্রিতের জোড়া গোল, ২৩-০ জিতল বায়ার্ন। ছবি: এএফপি।
ওয়ার্মআপ ম্যাচে ২৩-০ গোলে জয়লাভ করল বায়ার্ন মিউনিখ। অদ্ভুত শোনালেওবৃহস্পতিবার এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। এ দিনের প্রতিপক্ষ এনারজাই কটবাসকে গত বছরও ২০-২ গোলে হারায় ‘বাভেরিয়ানরা’। ১৬ অগস্ট হার্থা বার্লিনের বিপক্ষে নিজেদের বুন্দেশলিগা অভিযান শুরু করছে জার্মানির রেকর্ড চ্যাম্পিয়নরা। তারই আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিলেন টমাসমুলার, রবার্ট লেভানডস্কিরা।
চোট সারিয়ে দলে ফিরেই চার গোল করেন ফরাসি মিডফিল্ডার করেন্তান টলিসো। বায়ার্নের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় লুকাস হার্নান্দেজ এ বছর অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন। গত মরসুমের শেষের দিকে চোট পেয়ে বেশ কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। এই ম্যাচে প্রথমবার বায়ার্নের জার্সি গায়ে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: অবসর নিলেন কলকাতায় খেলে যাওয়া, বিশ্বকাপে সোনার বল জেতা বিখ্যাত এই স্ট্রাইকার
আরও পড়ুন: কলকাতা লিগের প্রথম ম্যাচেই জর্জের কাছে হার ইস্টবেঙ্গলের
ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ফুটবলার সারপ্রিত সিংহ ওয়েলিংটন ফিনিক্স থেকে বায়ার্নে যোগ দিয়েছেন কিছু দিন আগে। ২০ বছর বয়সী সারপ্রিত গত বছর নিউজিল্যান্ডের হয়ে ভারতে খেলে গিয়েছেন। বয়স অল্প হলেও তাঁর স্কিল মুগ্ধ করেছিল ভারতীয় দর্শকদের। সেই সারপ্রিত এ দিন দু’টি গোল করেন।
প্রথমে শক্তিশালী দল নামালেও দলের রিজার্ভ বেঞ্চ পরখ করে নেওয়ার উদ্দেশ্যে হাফ টাইমের পর ১০টি পরিবর্তন করেন বায়ার্ন কোচ নিকো কোভাচ।
গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে সুপার কাপে ২-০ হেরে শুরুটা ভাল করেনি বায়ার্ন। নাগাড়ে সাতবার চ্যাম্পিয়ন বায়ার্ন কি আট নম্বর বারও বুন্দেশলিগা জিততে পারবে? না অন্যকোনও দল অবশেষে বায়ার্ন আধিপত্যের অবসান ঘটায় সেটাই এখন দেখার।