শাড়ি-ব্লেজার বিতর্ক

গত বার টেনিস, এ বার ব্যাডমিন্টন। অলিম্পিক্স মার্চপাস্টে ফের শাড়ি-ব্লেজার বিতর্কে ভারত। শুক্রবার রিও অলিম্পিক্সের মার্চপাস্টে ভারতীয় মেয়ে অ্যাথলিটদের সরকারি পোশাক ছিল হলুদ আর নীল-সবুজ মেশানো শাড়ির উপরে নীল ব্লেজার।

Advertisement
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৩:৫৮
Share:

ছবি টুইটার

গত বার টেনিস, এ বার ব্যাডমিন্টন। অলিম্পিক্স মার্চপাস্টে ফের শাড়ি-ব্লেজার বিতর্কে ভারত। শুক্রবার রিও অলিম্পিক্সের মার্চপাস্টে ভারতীয় মেয়ে অ্যাথলিটদের সরকারি পোশাক ছিল হলুদ আর নীল-সবুজ মেশানো শাড়ির উপরে নীল ব্লেজার। কিন্তু মার্চ করার সময় দেখা যায় ভারতের তিন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, অশ্বিনী পোনাপ্পা আর জ্বালা গাট্টা ব্লেজার হাতে নিয়ে হাঁটছিলেন। লন্ডন অলিম্পিক্সেও ঠিক যে ভাবে মার্চপাস্টে দেখা গিয়েছিল সানিয়া মির্জা, রুশমি চক্রবর্তী ও আরও কয়েক জন ভারতীয় মেয়ে অ্যাথলিটকে। এর পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। কেন রিওতে ভারতীয় মেয়েদের ফের শাড়ির উপর ব্লেজার পরতে হল? শাড়ির সৌন্দর্যটাই তো নষ্ট হয়ে গেল। জ্বালা গাট্টাদের ব্লেজার না চাপানোর জন্য বাহবা দিয়ে শাড়িতে তিন ভারতীয় কন্যাকে আরও ভাল লাগছিল বলেও মন্তব্য করেন কেউ কেউ। বলা হতে থাকে, চার বছর আগের বিতর্কেও চোখ খুলল না আইওএ-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement