Kuldeep Yadav

কুলদীপের প্রশংসায় সাকলিন

একই সঙ্গে ভারতীয় অফস্পিনার আর অশ্বিনের প্রশংসাও শোনা গিয়েছে সাকলিনের মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৪:০৭
Share:

ফাইল চিত্র।

করোনাভাইরাসের আক্রমণে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার আগে খুব একটা ছন্দে ছিলেন না কুলদীপ যাদব। কিন্তু তা সত্ত্বেও এই চায়নাম্যান বোলারের প্রশংসা শোনা যাচ্ছে ওয়াঘার ও-পারের এক প্রাক্তন স্পিনারের মুখে। তিনি সাকলিন মুস্তাক।

Advertisement

পাকিস্তানের একটি ওয়েবসাইটে সাকলিন বলেছেন, ‘‘সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ কিন্তু দারুণ বল করেছে। ওর মতো শক্ত মানসিকতার ক্রিকেটার আমার খুব পছন্দের। একেবারে সিংহহৃদয় ক্রিকেটার।’’ কলকাতা নাইট রাইডার্সের এই বাঁ-হাতি স্পিনার এখনও পর্যন্ত ৬টি টেস্ট, ৬০টি ওয়ান ডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পেয়েছেন যথাক্রমে ২৪, ১০৪ এবং ৩৯টি উইকেট। পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন বলছেন, ‘‘আমি কুলদীপের সঙ্গে বেশ কয়েক বার কথা বলেছি। আমার মনে হয়েছে, ওর ক্রিকেটীয় জ্ঞান খুব ভাল।’’

একই সঙ্গে ভারতীয় অফস্পিনার আর অশ্বিনের প্রশংসাও শোনা গিয়েছে সাকলিনের মুখে। তিনি বলেছেন, ‘‘ঘরের মাঠে টেস্টে অশ্বিনের মতো বোলার আর কেউ নেই। তা ছাড়া ভারতের হাতে টেস্টে রবীন্দ্র জাডেজাও আছে।’’ অস্ট্রেলিয়ার অফস্পিনার নেথান লায়নের প্রশংসাও করেছেন সাকলিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement