Sachin Tendulkar

স্লেজ করে লজ্জিত, তার পরে শ্রদ্ধাবনত সাকলিনও

কী এমন ঘটেছিল যে যার জেরে সাকলিন আর কোনও দিন সচিনকে স্লেজিং করার চিন্তা করেননি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৫:৫৩
Share:

সম্মান: সচিনের জন্মদিনে অজানা কাহিনি ফাঁস সাকলিনের। টুইটার

নব্বই দশকে ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাঁদের ব্যাট-বলের দ্বৈরথ ছিল অন্যতম আকর্ষণ। সেই পাক অফস্পিনার সাকলিন মুস্তাক মাস্টার ব্লাস্টার সেই সচিন তেন্ডুলকরের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করে সংবাদসংস্থাকে জানালেন, ভারতের এই তারকা ব্যাটসম্যানকে একবারই তিনি স্লেজিং করেছিলেন। কিন্তু তার পরে খেলার মাঠে সচিনকে স্লেজিং করেননি।

Advertisement

কী এমন ঘটেছিল যে যার জেরে সাকলিন আর কোনও দিন সচিনকে স্লেজিং করার চিন্তা করেননি? প্রাক্তন পাক অফস্পিনারের কথায়, ‘‘কানাডায় সহারা কাপের সেই ম্যাচে আমি যখন সচিনকে প্রথম বার স্লেজিং করি, তখন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এসেছি। যতদূর মনে পড়ে, সেটা ছিল ১৯৯৭ সালের ঘটনা।’’

ফল কী হয়েছিল? সাকলিন যোগ করেছেন, ‘‘সচিন ধীর ভাবে আমার সামনে এসে বলে, আমি তো তোমার সঙ্গে কখনও খারাপ ব্যবহার করিনি। তুমি তা হলে এ রকম আচরণ করছ কেন? সে দিন সচিনের এই উত্তর শুনে এতটাই বিব্রত হয়ে গিয়েছিলাম যে উত্তরে কী বলব, তা মাথায় আসেনি।’’ সাকলিন আরও বলেন, ‘‘সচিন আমাকে জানায়, ক্রিকেটার ও মানুষ হিসেবে আমাকে যথেষ্ট গুরুত্ব দেয় ও। এ কথার পরে আরও কোনও দিন সচিনকে খারাপ কথা বলিনি। আমি সে দিন সচিনকে কী বলেছিলাম, তা বলতে চাই না। কিন্তু ম্যাচের পরে সচিনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই।’’

Advertisement

সচিনকে তাঁর জীবনে দেখা অন্যতম বিনয়ী মানুষ আখ্যা দিয়ে ৪৩ বছর বয়সি এই পাক স্পিনার উল্লেখ করেন, ১৯৯৯ সালের চেন্নাই টেস্টের কথা। যে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেছিলেন সচিন। আর সাকলিন দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ১২ রানে জিতিয়েছিলেন পাকিস্তানকে। সাকলিন বলেছেন, ‘‘সেই ম্যাচে দু’দলের ক্রিকেটারদের মধ্যে প্রচুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। কিন্তু আমার ও সচিনের মধ্যে কোনও কথা কাটাকাটি হয়নি। দু’জনেই নিজের দেশকে জেতাতে মনোনিবেশ করেছিলাম। দুই ইনিংসেই আমি সচিনকে আউট করি। ঈশ্বর আমার পাশে থাকায় সে দিন আমি ছিলাম বিজয়ী দলে।’’ অফস্পিনের উল্টো ডেলিভারি বা ‘দুসরা’র আবিষ্কর্তা যোগ করেন, ‘‘দ্বিতীয় ইনিংসে ওয়াসিম আক্রমকে খেলা কঠিন হচ্ছিল। কিন্তু ওয়াসিম ভাইকে অবলীলায় খেলে সচিন শতরান করে দেখিয়েছিল ও কত বড় ব্যাটসম্যান। সকলেই আমার দুসরাকে ভয় পেত, কিন্তু সচিন ওর তীক্ষ্ণ চোখ দিয়ে ঠিক আমার বলটা আগাম বুঝে নিতে পারত।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement