সঞ্জয় মঞ্জরেকর ও রবিচন্দ্রন অশ্বিন ফাইল চিত্র
এবার রবিচন্দ্রন অশ্বিনের উদ্দেশে পাল্টা জবাব দিলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের অফস্পিনারের টুইটের উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান। মঞ্জরেকর লেখেন, ‘সহজ ক্রিকেটীয় বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আমার হাঁপিয়ে উঠেছি’।
ভারতের অফ স্পিনারকে অন্যতম সেরা বলে মন্তব্য করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। তবে তাঁদের সঙ্গে একমত হতে না পেরে মঞ্জরেকর জানিয়ে দেন, অশ্বিনকে তিনি ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স, সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, বিরাট কোহলীদের সঙ্গে এক আসনে রাখতে রাজি নন। তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন মঞ্জরেকর। তাঁর মতে, অশ্বিন ভারতের মাটিতে দারুণ সফল হলেও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত দেশে ততটা সফল নন। এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজিরও নেই তাঁর।
এরপর মুখ খোলেন অশ্বিন। নেটমাধ্যমে তামিল ছবির একটি সংলাপ ধরে ভারতের অফ স্পিনার লেখেন, ‘ওভাবে বলবেন না, ব্যথা লাগে’।