ছবি টুইটার
টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন নিয়েই এক বছর পর টেনিস কোর্টে ফিরেছেন সানিয়া মির্জা। এমনটা জানালেন নিজেই। কাতার ওপেনে মহিলাদের ডাবলসে সেমিফাইনালে হারতে হলেও আশা ছাড়তে নারাজ তিনি।
সানিয়া বলেন, ‘‘টোকিয়ো অলিম্পিক্সকে সামনে রেখেই খেলা শুরু করেছি। আগের অলিম্পিক্সে আমরা পদকের খুব কাছে এসে গিয়েছিলাম। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় আমাদের। আমার মনে হয় প্রত্যেকেই অলিম্পিক্সে একটা পদক জেতার স্বপ্ন দেখে। তাই আমিও আর একবার সুযোগ নিতে চাই। সময় বলবে আমি অলিম্পিক্সে পদক জিততে পারব কি না। তবে, এটা আমাকে টেনিসে ফিরতে অনুপ্রেরণা দিয়েছে।’’
২০১৮ সালে মা হন সানিয়া। তারপর আবার টেনিসে ফিরে এসে অনুপ্রাণিত করেছেন অনেক মহিলাকে। সানিয়া বলেন, ‘‘মহিলারা ভাবেন সন্তান হওয়ার পর জীবন শেষ। কিন্তু তা নয়, সন্তান হওয়ার পরও স্বপ্নের পিছনে দৌড়নো যায়। স্বপ্নকে ভেঙ্গে ফেলার দরকার হয় না।’’