Sania Mirza

করোনায় আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সানিয়া

টুইটারে নিজের অনুরাগীদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন সানিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২২:৫৩
Share:

ফাইল চিত্র।

কোভিড আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা। টুইটারে নিজেই এই কথা জানান ভারতের টেনিস সুন্দরী। তবে, তিনি পাশাপাশি এটাও জানান, এখন সুস্থ আছেন । টুইটে তিনি লেখেন, ‘‘উপসর্গ সেভাবে না থাকলেও আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। এর মধ্যে সবথেকে কষ্টের যেটা ছিল, সেটা হল সেই সময় আমাকে আমার ছোট্ট ২ বছরের ছেলে আর পরিবারের থেকে আলাদা থাকতে হয়েছিল।’’

Advertisement

তিনি লেখেন, ‘‘আমি ভাবতেই পারি না রোগীরা কী করে অসুস্থ হয়ে পরিবারের সকলকে ছেড়ে হাসপাতালে থাকেন। আমি বিভিন্ন গল্প শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। প্রতিদিন নতুন উপসর্গের সঙ্গে লড়াই করা শারীরিকভাবে যেমন কঠিন, তেমনই মানসিকভাবেও খুব কঠিন।’’ নিজের অনুরাগীদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন সানিয়া।

ছ’বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সানিয়া অনুরাগীদের উদ্দেশে আরও বার্তা দেন। তিনি লেখেন, ‘‘করোনা নিয়ে তামাশা নয়। আমি সমস্ত বিধি নিষেধ মেনে চলেও আক্রান্ত হয়েছি। আমাদের পরিবার আর বন্ধুদের রক্ষা করতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement