Sania Mirza

অলিম্পিক্সের আগে ইংল্যান্ডে প্রস্তুতি নিতে চান সানিয়া, কার অনুমতি পাওয়ার অপেক্ষায়

ইংল্যান্ডে নটিংহ্যাম ওপেন, বার্মিংহ্যাম ওপেন, ইস্টবর্ন ওপেন এবং উইম্বেলডনে খেলবেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ১০:২২
Share:

ইংল্যান্ডে গিয়ে অনুশীলন করতে চান সানিয়া মির্জা। —ফাইল চিত্র

ইংল্যান্ডে গিয়ে অনুশীলন করতে চান সানিয়া মির্জা। সেখানেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অলিম্পিক্সের আগে নিজেকে তৈরি করতে চাইছেন তিনি। তবে একা নন, ইংল্যান্ডে তাঁর ২ বছরের ছেলেকেও নিয়ে যেতে চান সানিয়া। ভারতের ক্রীড়ামন্ত্রক থেকে ইংল্যান্ডের সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

Advertisement

৬ জুন থেকে শুরু নটিংহ্যাম ওপেন। সেই প্রতিযোগিতায় অংশ নেবেন সানিয়া। বার্মিংহ্যাম ওপেন শুরু ১৪ জুন। সেখানেও খেলবেন ভারতীয় টেনিস তারকা। তারপর ইস্টবর্ন ওপেন এবং উইম্বেলডনে খেলবেন তিনি। তবে সানিয়া ইংল্যান্ড যাওয়ার ছাড়পত্র পেলেও এখনও তাঁর ছেলেকে ভিসা দেওয়া হয়নি। সানিয়া ক্রীড়ামন্ত্রকের ‘টার্গেট অলিম্পিক্স পডিয়াম স্কিম’-এর অংশ। তাই ক্রীড়ামন্ত্রকের কাছে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন সানিয়া। তিনি জানিয়েছেন ২ বছরের শিশুকে ১ মাসের জন্য রেখে যাওয়া সম্ভব নয়।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, “সানিয়ার থেকে কিছু দিন আগেই আমরা আবেদন পেয়েছি। একজন মায়ের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ও ছেলেকে নিয়ে যেতে পারে। বাড়িতে সন্তানকে রেখে গেলে নিশ্চিন্তে খেলতে পারবে না ও। আমি অনুমতি দিয়েছি। চিঠি পাঠানো হয়েছে ইংল্যান্ড সরকারের কাছে। আশা করি ওরা গুরুত্ব বুঝবে এবং সানিয়াকে ওর ছেলেকে সঙ্গে নিয়ে যেতে দেবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement