chris gayle

Chris Gayle: আইপিএল স্থগিত হয়ে যেতেই, জলের তলায় চলে গেলেন ক্রিস গেল

আইপিএল স্থগিত হওয়ার আগে ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১৭৮ রান। মেরেছেন মাত্র ৮টি ছয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ০৯:২২
Share:

ছুটিতে মলদ্বীপে কী কী করলেন ক্রিস গেল? ছবি: ইনস্টাগ্রাম থেকে

আইপিএল স্থগিত হওয়ার পর মলদ্বীপ চলে গিয়েছিলেন ক্রিস গেল। ক্রিকেট থেকে দূরে থেকে অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছেন তিনি। সেই সব ভাগ করে নিচ্ছেন নেটমাধ্যমে। ‘ইউনিভার্স বস’-এর ইনস্টাগ্রামের পাতায় উঠে আসছে সেই ছবি।

Advertisement

ছুটিতে মলদ্বীপে কী কী করলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান? কখনও তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রের তলার ছবি তুলে ধরলেন। রঙিন মাছেদের দুনিয়ায় যেন হারিয়ে গিয়েছেন গেল। তলায় গিয়ে পুশ আপ দিতেও দেখা গেল তাঁকে। কখনও দেখা গেল বিশাল আকারের একটি পিজ্জা সামনে নিয়ে বসে আছেন তিনি। হাতে রয়েছে পানীয়। কখনও আবার মুখে চুরুট নিয়ে জেটস্কি করছেন গেল। এমনই সব ছবি, ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামের পাতায়।

আইপিএল-এ পঞ্জাব কিংস দলের হয়ে খেলেন গেল। আইপিএল স্থগিত হওয়ার আগে ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১৭৮ রান। মেরেছেন মাত্র ৮টি ছয়। ৪১ বছরের এই ব্যাটসম্যান ব্যাট করতে নামলে এখনও বোলারদের ঘুম উড়ে যায় তা বলাই বাহুল্য। ওয়েস্ট ইন্ডিজ দলেও ফেরানো হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান সিরিজের জন্য যে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে, সেখানে নাম রয়েছে ‘ইউনিভার্স বস’-এর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement