ফরাসি ওপেনে গত বারের পারফরম্যান্সকে (তৃতীয় রাউন্ড) ছাপিয়ে গেলেন লিয়েন্ডার ও বোপান্না। উঠলেন শেষ আটে। ফলে টুর্নামেন্টের পরেই ডাবলসের যে বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ পাবে তাতে দু’জনেরই (লি ৫১, বোপান্না ১১) উন্নতি ঘটবে। কার্যত নিশ্চিত হয়ে যাবে অলিম্পিক্স টিকিট। যদিও রিওতে পেজ-বোপান্না জুটিই ভারতের প্রতিনিধিত্ব করবে কি না জানতে হয়তো আরও অপেক্ষা করতে হবে। আবার রবিবারই ‘সান্টিনা’র কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম করার স্বপ্নভঙ্গ হল। ডাবলসে টানা তিনটে গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া-হিঙ্গিস রোলাঁ গারোর রেড ক্লে-তে হঠাৎই তৃতীয় রাউন্ডে উড়ে গেলেন অনামী চেক জুটি ক্রেসিকোভা-সিনিয়াকোভার কাছে ৩-৬, ২-৬। এ দিকে লিয়েন্ডার-মাটওয়াস্কি চমকপ্রদ হারান এ মরসুমের অস্ট্রেলীয় ওপেন জয়ী জেমি মারে-সোয়ারেসকে ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪)। বোপান্না-মার্জিয়া ৬-২, ৬-৭ (৪-৭), ৬-১ হারিয়েছেন বেকার-ড্যানিয়েলকে। সিঙ্গলসের দুই বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন গত বারের চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা, অ্যান্ডি মারের সঙ্গে মুগুরুজা, রজার্স, র্যামোসের মতো অনামীরাও।