রোমে ফাইনালে হার সানিয়াদের

রোম ওপেনের ডাবলস ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস। ৩-৬, ৪-৬। বাবোস-মাদেনোভিচের কাছে। এক সপ্তাহ পরেই ফরাসি ওপেনে বিশ্বের এক নম্বর জুটি হিসেবে নামবেন, শীর্ষ বাছাই হওয়াটাও কার্যত পাকা, সানিয়ার ব্যক্তিগত ডাবলস র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর থেকে যাওয়া—সবই ঠিক থাকবে, কিন্তু মেয়েদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন দেখা সানিয়ার কাছে রোলাঁ গারোর প্রাক্কালে ক্লে কোর্ট ফাইনালে হোঁচট খাওয়াটা অবশ্যই ভাল বিজ্ঞাপন নয়।

Advertisement

সংবাদ সংস্থা

রোম শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০২:০০
Share:

রোম ওপেনের ডাবলস ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস। ৩-৬, ৪-৬। বাবোস-মাদেনোভিচের কাছে। এক সপ্তাহ পরেই ফরাসি ওপেনে বিশ্বের এক নম্বর জুটি হিসেবে নামবেন, শীর্ষ বাছাই হওয়াটাও কার্যত পাকা, সানিয়ার ব্যক্তিগত ডাবলস র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর থেকে যাওয়া—সবই ঠিক থাকবে, কিন্তু মেয়েদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন দেখা সানিয়ার কাছে রোলাঁ গারোর প্রাক্কালে ক্লে কোর্ট ফাইনালে হোঁচট খাওয়াটা অবশ্যই ভাল বিজ্ঞাপন নয়। যদিও হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে সানিয়া ছ’টা ডব্লিউটিএ টুর্নামেন্টের চারটের ফাইনালে উঠে আজই প্রথম হারলেন। সব মিলিয়ে তৃতীয় হার। অন্য দিকে রোমে মেয়েদের সিঙ্গলস ফাইনালে নাভারোকে ৬-৪, ৫-৭, ৬-১ হারিয়ে মারিয়া শারাপোভা কেরিয়ারের ৩৫তম খেতাব জেতার পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এলেন ঠিক ফরাসি ওপেনের মুখে। ফলে রোলাঁ গারোয় ফাইনালের আগে সেরেনা-শারাপোভার সাক্ষাতের সম্ভাবনা থাকছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement