Sandesh Jhingan

বাহরাইনের বিরুদ্ধে হারের ক্ষত নিয়েই কাতার ম্যাচে নামছেন সন্দেশ

গুরপ্রীত সিংহ সান্ধুর প্রশ্নের উত্তরে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আগে এমনটাই জানিয়ে দিলেন ভারতের ডিফেন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০২১ ২৩:৫৭
Share:

সন্দেশ জিঙ্ঘন। —ফাইল চিত্র

দুবছর আগে বাহরাইনের বিরুদ্ধে শেষ মুহূর্তের পেনাল্টিতে হারতে হয়েছিল ভারতকে। এ নিয়ে এখনও আফসোস করেন সন্দেশ জিঙ্ঘন। সতীর্থ গুরপ্রীত সিংহ সান্ধুর প্রশ্নের উত্তরে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আগে এমনটাই জানিয়ে দিলেন ভারতের ডিফেন্ডার।

Advertisement

তিনি বলেন, ‘‘এখনও কষ্ট পাই ওই ম্যাচটার কথা ভাবলে। আমরা আরও ভাল খেলতে পারতাম। বল নিজেদের পায়ে রাখতে পারতাম।’’ এশিয়া কাপের গ্রুপের ম্যাচে প্রণয় হালদারের ভুলে পেনাল্টি পায় বাহরিন। জামাল রশিদের পেনাল্টি থেকে করা গোলে হারতে হয় ভারতকে। তবে সেইসব ভুলে নতুন করে ঝাঁপাতে চান জিঙ্ঘন। মজার ছলে তিনি জানিয়ে দেন, ভারতের আর এক ডিফেন্ডার আনাসকে তিনি খুব ভয় পান, ‘‘৫০-৫০ বলে আনাসের সঙ্গে লড়া খুব কঠিন। ও খুব শক্তিশালী ডিফেন্ডার।’’

নিজের পছন্দের তিন ডিফেন্ডারের কথা বলতে গিয়ে সন্দেশ বেছে নেন নেমানিয়া ভিদিচ, পাওলো মালদিনি ও বোনুচ্চিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement