জার্সির রং বদলাচ্ছে সন্দেশের। -ফাইল চিত্র।
এটিকে-মোহনবাগানে সন্দেশ ঝিঙ্গান। সূত্রের খবর, পাঁচ বছরের চুক্তিতে তিনি সই করেছেন। এটিকে-মোহনবাগানের সঙ্গে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল সন্দেশের।
জাতীয় দলের ডিফেন্ডার কোথায় খেলবেন, তা স্থির করতে পারছিলেন না। বিদেশে খেলার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সন্দেশ দেশে খেলার সিদ্ধান্ত নেন। সই করে দেন এটিকে-মোহনবাগানে। ভারতীয় ফুটবলারদের মধ্যে তাঁর দরই সব চেয়ে বেশি বলে জানা গিয়েছে।
হাঁটুর অস্ত্রোপচারের জন্য গত মরসুমে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলতেই পারেননি সন্দেশ। লকডাউনে ফুটবল বন্ধ থাকলেও চণ্ডীগড়ে বাড়ির ছাদে নিয়মিত ট্রেনিং করে নিজেকে ফিট করে তুলেছেন।
আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোর পরীক্ষা কেকেআরের, রাসেল কত নম্বরে, চর্চা নাইট শিবিরে
ডিফেন্স জমাট রেখে খেলতে পছন্দ করেন স্প্যানিশ কোচ আন্তোনিয়ো হাবাস। গত বারের টুর্নামেন্টে ১৬টি গোল হজম করেছিল স্প্যানিশ কোচের দল। কেরল ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলার সই করায় ডিফেন্স আরও মজবুত হল এটিকে-মোহনবাগানের।