Samir Banerjee

জিতেছি ভাই জিতেছি! উইম্বলডনে বাঙালির বিজয়কেতন, জুনিয়র চ্যাম্পিয়ন সমীর

প্রথম থেকেই আক্রমণে সমীর। প্রথম সেট জিতে নিল ৭-৫ ব্যবধানে। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হল সমীর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৭:৩০
Share:

ইতিহাসের গড়ল সমীর ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৯:০৭ key status

চ্যাম্পিয়ন, ইতিহাস গড়ে ফেলল সমীর

প্রতিপক্ষ ভিক্টরকে দাঁড়াতেই দেয়নি ১৭ বছরের প্রবাসী বাঙালি সমীর। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জিতে নেয় সমীর। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় সে।  

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:৫১ key status

দ্বিতীয় সেটেও ভিক্টরের সার্ভিস ভাঙল সমীর

দ্বিতীয় সেটে সমীর এগিয়ে ৫-২ ব্যবধানে। 

Advertisement
শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:৪২

দ্বিতীয় সেটে সমতা ফেরাল ভিক্টর

দ্বিতীয় সেটে লড়াই জমে উঠেছে। ফলাফল ২-২। 

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:৩৭

দ্বিতীয় সেটে সমতা ফেরাল ভিক্টর

প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটের প্রথম গেমে নিজের সার্ভিস ধরে রাখে সমীর। পরের সেটে সমতা ফেরায় ভিক্টর

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:৩১ key status

প্রথম সেট সমীরের

৭-৫ ব্যবধানে প্রথম সেট জিতে নিল সমীর। প্রথম থেকেই চাপে তার প্রতিপক্ষ।

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:২৭

জমে উঠেছে প্রথম সেটের লড়াই

সমীর এগিয়ে ৬-৫ ব্যবধানে। 

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:২২

পরপর তিন গেম জিতে সমতা ফেরাল ভিক্টর

পর পর তিন গেম হারতে হল ১৭ বছরের প্রবাসী বাঙালিকে।

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:১৮

ব্যবধান কমাল ভিক্টর

পরপর দুটি গেমে জিতে ব্যবধান কমাল ভিক্টর। প্রথম সেটে খেলার ফল ৫-৪

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:০৭

ফের সার্ভিস ধরে রেখে প্রথম সেট জেতার আরও কাছে সমীর

ধীরে ধীরে প্রথম সেট জেতার দিকে এগিয়ে চলেছে সমীর। এখন ফল ৫-২। 

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৮:০৪

প্রথম সেটে এগিয়ে গেল সমীর

ছয় গেম শেষে ৪-২ ব্যবধানে এগিয়ে সমীর। 

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৭:৫৯

তৃতীয় গেমেও জয় পেল সমীর

২-১ গেমে এগিয়ে রয়েছে সমীর। 

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৭:৫৩

প্রথম সেটের প্রথম গেম জিতে নিল সমীর

প্রথম গেমে সার্ভিস ধরে রাখল সমীর। দ্বিতীয় গেমে সমতা ফেরাল তার প্রতিপক্ষ ভিক্টর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement