টিম হোটেলে দ্যুতি ও দেবজিতের সেলফি।-শঙ্কর নাগ দাস
গত বারের আইএসএল সেমিফাইনাল এখনও ভোলেননি সামিঘ দ্যুতি। চেন্নাইয়ানের কাছে প্রথম পর্বের সেমিফাইনালে আটলেটিকো দে কলকাতার ০-৩ হারের সেই অভিশপ্ত স্মৃতি।
সেটা মনে রেখেই এটিকের দক্ষিণ আফ্রিকান রাইট উইঙ্গার সতর্ক গলায় বুধবার বললেন, ‘‘গত বছরের সেমিফাইনাল ভুলিনি। এ বার বাড়তি সতর্ক আমরা। সেমিফাইনালের প্রথম নব্বই মিনিটে এগিয়ে না থাকলে পরের নব্বই মিনিটে চাপ বাড়বে।’’
শনিবার রবীন্দ্র সরোবরে জোসে মলিনার দলের প্রতিপক্ষ অবশ্য চেন্নাইয়ান নয়। এ বার লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। যে দলের আক্রমণে উরুগুয়ে, হাইতি আর ভারতের ‘ফিউশন’ ত্রিফলা—দিয়েগো ফোরলান, সনি নর্ডি এবং সুনীল ছেত্রী। মুম্বইয়ের এই আক্রমণ ভাগের জন্যই বিশেষজ্ঞরা সেমিফাইনালে এগিয়ে রাখছেন ফোরলানদের। যা শুনে দ্যুতির দাওয়াই, ‘‘সেমিফাইনাল জিততে গেলে আমাদের একশো নয়, দিতে হবে দেড়শো পার্সেন্ট। শনিবার নতুন ম্যাচ খেলতে নামব আমরা।’’
মুম্বই সামনে পড়ায় ফুটছেন এটিকে কিপার দেবজিৎ মজুমদারও। যাঁকে এ বারের টুনার্মেন্টে অন্যতম সেরা গোলকিপার ধরা হচ্ছে। ‘‘আমরা ওদের খেলার ছক জানি। এটাও জানি, ফোরলান-সনিরা দুর্দান্ত প্লেয়ার। তবে মনে রাখবেন, আমাদের টিম নড়বড়ে হলে কিন্তু সেমিফাইনালে উঠতে পারতাম না। কোচ মুম্বইয়ের ম্যাচের ভিডিও দেখিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। আমরা বিপক্ষের ভুল না খুঁজে নিজেদের শক্তিতে শান দিচ্ছি,’’ বললেন এটিকের বাঙালি কিপার।
এ বারের আইএসএলের গ্রুপ লিগে মুম্বই রবীন্দ্র সরোবরে ফোরলানের গোলে জিতে ফিরেছিল। কলকাতা কোচ পাশাপাশি মুম্বইয়ের মাঠে এ বার দু’দলের ড্র ম্যাচেরও ফুটেজ খুঁটিয়ে দেখে সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। এ দিন বিকেলে সেন্ট্রাল পার্কে এটিকে অনুশীলনে তা স্পষ্ট। প্র্যাকটিসে কখনও ৪-২-৩-১ কখনও ৪-৪-১-১ ছক ঝালিয়ে নিলেন মলিনা। দু’ক্ষেত্রেই আক্রমণে হিউম আর পস্টিগা কমন। পরে মুম্বই যে ভাবে আক্রমণ করে বা রক্ষণ সামলায় সেই ম্যাচ সিচুয়েশন তৈরি করে পস্টিগা, বোরহা ও অর্ণবদের ক্লাসও নিলেন মলিনা।
প্র্যাকটিস দেখে আভাস মিলছে, শনিবার হিউম, পস্টিগার শুরু থেকে খেলার সম্ভাবনা। দ্বিতীয়ার্ধে মুম্বইকে গতি ও পাসিংয়ে ঝটকা দেওয়ার জন্য মলিনার আস্তিনে সম্ভবত লুকোনো তাস জাভি লারা এবং দ্যুতি। এটিকের হয়ে এ বার পাঁচটি গোল করা আর আটটি গোলের পাস বাড়ানোর মালিক দ্যুতিরও ইঙ্গিত সে রকম। ‘‘সেমিফাইনাল নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। কোচ ক্লাসও নিচ্ছেন সে ভাবে। সেই মতোই দল বাছবেন তিনি।’’