অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাইনা

এক ম্যাচ দূরে দাঁড়িয়ে সাইনা নেহওয়াল। এই বছর এখনও কোনও ট্রফি আসেনি সাইনার ঘরে। এটাই সুযোগ। অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়্ দ্বিতীয় ইহান ওয়াংকে হারিয়ে শনিবারই ফাইনালে পৌঁছে গিয়েছেন সাইনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ২২:৩১
Share:

এক ম্যাচ দূরে দাঁড়িয়ে সাইনা নেহওয়াল। এই বছর এখনও কোনও ট্রফি আসেনি সাইনার ঘরে। এটাই সুযোগ। অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে বিশ্ব র‌্যাঙ্কিংয়্ দ্বিতীয় ইহান ওয়াংকে হারিয়ে শনিবারই ফাইনালে পৌঁছে গিয়েছেন সাইনা। যদি এই টুর্নামেন্ট জিতে শেষ করতে পারেন তাহলে রিও অলিম্পিক্সের আগে এক ধাক্কায় আত্মবিশ্বাস অনেকটাই বেরে যাবে। সেমিফাইনালে যাঁকে হারালেন সাইনা তিনি ২০১১র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সঙ্গে ২০১২র অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী। তাঁকেই আজ সাইনা হারালেন ২১-৮, ২১-১২ তে। ফাইনালে সাইনা মুখোমুখি হবেন বিশ্বের ১২তম বাছাই চিনের সুন ইউকে।

Advertisement

সাইনা ২০১৪তে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ইউ সুনের বিরুদ্ধে সাইনার রেকর্ড বেশ ভাল। ৬টির মধ্যে ৫টিতেই জিতেছেন সাইনা। অন্যদিকে মেনস সিঙ্গলসের সেমিফাইনাল থেকেই বিদায় হয়ে গেল আর এক ভারতীয় সাটলার কিদাম্বি শ্রীকান্থের।

আরও খবর

Advertisement

বোপন্নার আপত্তি খারিজ, আটকানো গেল না লি-র রিও অলিম্পিক সফর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement