টুইটারে সাইনা: শীর্ষে প্রত্যাবর্তন করতে পেরে দারুণ লাগছে।
ভারতীয় খেলাধুলোয় এই মুহূর্তের সর্বোচ্চ টিআরপি—হায়দরাবাদি নারীশক্তি!
১৬ এপ্রিল, ২০১৫—নিজামের শহরের বিরল নজিরে ভারতীয় ক্রীড়া জগতেরও বিরল দিন! একই সঙ্গে ব্যাডমিন্টন আর টেনিসে মেয়েদের এক নম্বর দুই ভারতীয়। দুই হায়দরাবাদি কন্যা সাইনা নেহওয়াল আর সানিয়া মির্জা।
ডব্লিউটিএ ডাবলস বিশ্ব র্যাঙ্কিংয়ে সানিয়া গত সোমবার এক নম্বর হয়েছেন। মার্টিনা হিঙ্গিসকে নিয়ে টানা তিনটে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ব্যক্তিগত ভাবে ১২৩৫ পয়েন্ট অর্জনের সূত্রে। মোট পয়েন্ট ৭৬৬০। যুগ্ম দ্বিতীয় স্থানাধিকারী ইতালির সারা ইরানি আর রবার্তা ভিঞ্চির (৭৬৪০) থেকে ২০ পয়েন্ট আগে রয়েছেন সানিয়া।
তাঁর তিন দিন পরেই বৃহস্পতিবার বিডব্লিউএফ সিঙ্গলস বিশ্ব র্যাঙ্কিংয়ে সাইনা গত সপ্তাহেই হারানো নিজের এক নম্বর আসন পুনরুদ্ধার করলেন। সাইনার এখন মোট র্যাঙ্কিং পয়েন্ট ৮০১৯১। অনুরূপ পয়েন্টে গত সপ্তাহে সাইনা বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে নেমে গিয়েছিলেন। মালয়েশিয়ান ওপেন সেমিফাইনাল খেলা সত্ত্বেও। কিন্তু সেখানেই ফাইনালিস্ট হওয়ায় চিনের লি জুয়েরুই তাঁকে টপকে ৮০৭৬৪ পয়েন্টে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন। তিনে ছিলেন মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিন (৭৯৫৭৮ পয়েন্ট)। এই তিন জনই তার পরের টুর্নামেন্ট সিঙ্গাপুর ওপেন খেলেননি। যার ফলে সাইনা আর মারিন নিজেদের আগের সপ্তাহের পয়েন্ট থেকে এই সপ্তাহে কিছুই না হারালেও লি সেখানে ৭২৯৬৪ পয়েন্টে নেমে গিয়েছেন আজ। কারণ, সিঙ্গাপুর ওপেন এ বার না খেলায় গত বারের ফাইনালিস্ট হিসেবে লি ৭৮০০ র্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছেন। সেখানে সাইনা আর মারিন দু’জনই এ বারের মতো গত বারও সিঙ্গাপুরে না খেলায় তাঁদের গত সপ্তাহের প্রাপ্ত মোট র্যাঙ্কিং পয়েন্টে এই সপ্তাহে কোনও হেরফের ঘটেনি। নিটফল— এ দিন সাইনা আগের সপ্তাহের ৮০১৯১ পয়েন্টেই বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই থেকে এক নম্বরে উঠে এলেন। মারিনও সেভাবে ৭৯৫৭৮ পয়েন্টেই তিন থেকে দুইয়ে উঠে এসেছেন। লি এক থেকে তিনে নেমে গিয়েছেন। ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হয়ে সাইনা প্রথম বারের জন্য বিশ্বের এক নম্বর হয়েছিলেন চলতি মাসের প্রথম সপ্তাহে। কিন্তু তিন দিন পরেই মালয়েশিয়া ওপেন প্রিমিয়ার সুপার সিরিজের শেষ চারে ছিটকে যান। যদিও তখনই হিসেব কষে দেখা গিয়েছিল, এক সপ্তাহ বাদেই সাইনা হারানো সিংহাসন পুনরুদ্ধার করবেন।
সানিয়া আবার ফেড কাপ সাঙ্গ করে স্বামী শোয়েব মালিকের সঙ্গে নিজের এক নম্বর হওয়ার উৎসব করবেন সপ্তাহান্তে। শোয়েব এ দিনই করাচি থেকে ভারত রওনা হয়েছেন। ‘জুনিয়র মালিক’ খুব তাড়াতাড়ি ভূমিষ্ট হওয়ার খবর ফাঁস করার পরের দিনই সানিয়ার পাক অলরাউন্ডার স্বামী বলেছেন, ‘‘দিল্লি, হায়দরাবাদে ওর এক নম্বর হওয়ার উৎসব আমরা দু’জন পালন করব। এর পরে আমাদের দু’জনেরই অনেক টুর্নামেন্ট আছে। তার আগে দু’জনে যতটা পারব এক সঙ্গে কাটাব। আমি ভারতের হয়ে সানিয়ার সাফল্যে গর্বিত। পাক টেনিসেও ও রোল মডেল। পাকিস্তানেও ওর বহু ভক্ত।’’
ছবি: ফেসবুক।