বিয়ের দিন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।
এ যেন নানা দীপিকার একখানি মালা! গাঁথলেন স্বয়ং রণবীর সিংহ। কারণটা আর কিছুই নয়, স্ত্রীকে জানান দেওয়া তিনি কতখানি গুরুত্বপূর্ণ। বিশেষত ১৪ নভেম্বরের মতো দিনে। ২০১৮ সালে এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। বিবাহবার্ষিকীর সকালে তাই সমাজমাধ্যমে রণবীর ভাগ করে নিলেন একটি, দু’টি নয়, একেবারে ১৫টি ছবি। কিন্তু কোথাও তিনি নেই। রয়েছেন শুধু দীপিকা।
বৃহস্পতিবার সকালে রণবীর তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ভাগ করে নিয়েছেন ১৪টি ছবি এবং একটি ভিডিয়ো। এই সিরিজ়ের প্রথমটিই একটি ছোট ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে জল চলে আসছে তাঁর, মুখ মুছে নিচ্ছেন তোয়ালেতে। লাল হয়ে যাচ্ছে গাল। আবার হাসছেন। রণবীর এই ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান, ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে...’, সোনু নিগমের কণ্ঠে। বোঝাই যাচ্ছে স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান সারা জীবন।
পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, “প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালবাসি।”
২০১৮ সালে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। ইতালির লেক কোমোতে বসেছিল বাসর। পরে অবশ্য দেশে ফিরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন তাঁরা। পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাঁদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ, গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে রণবীর নিজের মতো মেয়ের সঙ্গেও দীপিকার কোনও ছবি ভাগ করেননি। শুধু একটি ছবি দিয়েছেন দীপিকার স্ফীতোদরের। নানা মুহূর্তের সঙ্গেই ধরা পড়েছে ‘পিকু’ একটি দৃশ্যও। বোঝা যায়, অবসরে দীপিকা দেখছেন ছবিটি, সেই মুহূর্তকেই বন্দি করেছেন রণবীর।
২০১৩ সালের সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন রণ-দীপ। তার পর ২০১৫ সালে তাঁদের দেখা যায় ভন্সালীরই ‘বাজিরাও মস্তানি’ ছবিতে। তার পরই বিবাহ। সেই বিয়েও পেরিয়ে গেল পাঁচটি বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।
প্রেম হোক বা দাম্পত্য, রণবীর সব সময়ই ‘ট্রেন্ড’ তৈরি করে থাকেন। এক অনুরাগিণী তাই মন্তব্য বাক্সে লিখে গিয়েছেন, “আমার মনের মানুষটিও যদি এই এ ভাবে আমার ছবি পোস্ট না করে, যেন আমাকে ছাড়া শ্বাসই নিতে পারে না...তা হলে আর সে কী করল?”