Saina Nehwal

ফের শুরুতে হার সাইনার

লিনের বিরুদ্ধে এর আগে চার বার খেলেই জিতেছিলেন সাইনা। পারলেন না বুধবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৪:০৫
Share:

থাইল্যান্ড মাস্টার্সে হারলেন সাইনা। রয়টার্স

ইন্দোনেশিয়ার পরে তাইল্যান্ড মাস্টার্সেও প্রথম রাউন্ডে হেরে বিদায় নিলেন সাইনা নেহওয়াল। পঞ্চম বাছাই ভারতীয় তারকা অবাছাই লিনে হয়মার্ক কায়েফসফেল্ডটের কাছে হারলেন ১৩-২১, ২১-১৭, ১৫-২১।

Advertisement

লিনের বিরুদ্ধে এর আগে চার বার খেলেই জিতেছিলেন সাইনা। পারলেন না বুধবার। তাঁর মতোই এ দিন প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন পুরুষ বিভাগে তিন ভারতীয় কিদম্বি শ্রীকান্ত, সমীর বর্মা ও এইচ এস প্রণয়।

পিবিএলে জয়ী লক্ষ্যরা: প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বুধবার লক্ষ্য সেন এবং টমি সুগিয়ার্তোর দাপটে চেন্নাই সুপারস্টারজ ৪-৩ হারাল মুম্বই রকেটসকে। সিঙ্গলসে লক্ষ্য হারান লি ডং কেউনকে। অন্য সিঙ্গলসে সুগিয়ার্তো জেতেন পারুপাল্লি কাশ্যপের বিরুদ্ধে। এই জয়ের ফলে নয় পয়েন্ট নিয়ে চেন্নাই সুপারস্টারজ পয়েন্ট টেবলের শীর্ষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement