Indonesia Masters

সিন্ধুকে হারিয়ে সেমির টিকিট সাইনার

আশা করা হয়েছিল সেমি ফাইনালে পৌছনোর লড়াইয়েও দুই ভারতীয় শাটলারের ম্যাচ জমে যাবে। ম্যাচের শুরু থেকেই অলিম্পিকে পদক জয়ী দুই শাটলারের খেলা ঘিরে শুরু হয়েছিল উত্তেজনা।

Advertisement

সংবাদ সংস্থা

জাকার্তা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৮:০৬
Share:

ইন্দোনেশিয়া মাস্টার্সে সাইনার ফোরহ্যান্ড স্ম্যাশের দাঁড়াতেই পারেনি সিন্ধু। ছবি: এপি।

দুই ভারতীয় শাটলারের লড়াইয়ে শেষ হাসি হাসলেন সাইনা নেহওয়াল। জাকার্তায় ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিভি সিন্ধুকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সাইনা। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৩ এবং ২১-১৯।

Advertisement

আশা করা হয়েছিল সেমি ফাইনালে পৌছনোর লড়াইয়েও দুই ভারতীয় শাটলারের ম্যাচ জমে যাবে। ম্যাচের শুরু থেকেই অলিম্পিকে পদক জয়ী দুই শাটলারের খেলা ঘিরে শুরু হয়েছিল উত্তেজনা। কিন্তু এ দিন সাইনার সামনে প্রায় দাঁড়াতেই পারলেন না সিন্ধু। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা সিন্ধুকে হারাতে সাইনার লাগে মাত্র ৩৭ মিনিট।

তবে, সিন্ধুই কিন্তু ছিলেন এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। অপর দিকে, অবাছাই ছিলেন সাইনা নেহওয়াল। তবে, অবাছাই থাকলেও এ দিন শুরু থেকেই সাইনার খেলায় ছিল আগ্রাসন। সাইনার ফোরহ্যান্ড স্ম্যাশের দাঁড়াতেই পারেনি সিন্ধুর চেনা-পরিচিত ডিফেন্স।

Advertisement

আরও পড়ুন: কেকেআর-এই ফিরতে চান ইউসুফ

আরও পড়ুন: আইপিএল নিলামের আগে কোথায় কোন দল?

শনিবার সেমিফাইনালের লড়াইয়ে চতুর্থ বাছাই তাইল্যান্ডের র‌্যাটচানোকের মুখোমুখি হবেন সাইনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement