প্রথম ম্যাচে পুরনো মেজাজে সাইনা-সিন্ধু

তাইল্যান্ডের পর্নপাউই চোচুয়োংকে সহজেই হারান সিন্ধু এ দিন। ফল সিন্ধুর পক্ষে ২১-১২, ২১-১৯। সাইনার জন্য অবশ্য জয়টা অতটা সহজ হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০৪:৩৭
Share:

ইন্দোনেশিয়া সুপার সিরিজ ব্যাডমিন্টনে জয় দিয়ে শুরু করলেন ভারতের দুই তারকা খেলোয়াড় সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু।

Advertisement

তাইল্যান্ডের পর্নপাউই চোচুয়োংকে সহজেই হারান সিন্ধু এ দিন। ফল সিন্ধুর পক্ষে ২১-১২, ২১-১৯। সাইনার জন্য অবশ্য জয়টা অতটা সহজ হয়নি। অষ্টম বাছাই তাইল্যান্ডেরই রাতচানক ইন্তাননের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে গিয়ে শেষ পর্যন্ত বিশ্বের ১১ নম্বর সাইনা জেতেন ১৭-২১, ২১-১৮, ২১-১২।

এই টুর্নামেন্টে তিন বারের চ্যাম্পিয়ন ও রাতচানকের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ৭-৫ এগিয়ে থাকা সাইনা এ বার লড়বেন তাইল্যান্ডের নিতচাওন জিন্ডাপোলের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে। এই লড়াইয়ে জিতলে সাইনার জন্য কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করতে পারে। বিশ্বের এক নম্বর তাই জু ইং-এর।

Advertisement

অলিম্পিক্স রুপোজয়ী সিন্ধু যিনি এ মরসুমে সৈয়দ মোদী গ্রঁ প্রি গোল্ড এবং ইন্ডিয়ান সুপার সিরিজ জিতেছেন, দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাং-এর। তবে ভারতের দুই তারকা সিঙ্গলস খেলোয়াড় জিতলেও মিক্সড ডাবলসে হেরে গিয়েছেন বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার জুটি। সাইনা এ দিন প্রথম গেমে হারলেও প্রথমে এগিয়ে ছিলেন তিনিই। এক সময় ১০-৪ এগিয়েও যান। কিন্তু রাতচানক এর পরে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৪-১৪ করে ফেলেন। দখল করে নেন গেমটাও। দ্বিতীয় গেমেও প্রথমে সাইনা ১২-৭ এগিয়ে যান। তাইল্যান্ডের তারকা আবার ১৬-১৬ করে ফেলেন দ্বিতীয় গেমেও। তবে এ বার আর রাতচানককে গেম দখল করার সুযোগ দেননি সাইনা। উল্টে তৃতীয় গেমে দ্রুত ৮-২ এগিয়ে গিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেন।

অন্য ম্যাচে সিন্ধুকে জিততে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। প্রথম গেমে ৬-২ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু সেটাই ধরে রাখেন দ্বিতীয় গেমেও। ১০-৩ এগিয়ে যান দ্বিতীয় গেমে। এর পরে তাইল্যান্ডের খেলোয়াড় টানা সাত পয়েন্ট জিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সিন্ধু দ্রুত ১৫-১০ এগিয়ে যান এবং ম্যাচ দখল করে নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement