Zaheer Khan

বাবা হচ্ছেন জাহির খান? সাগরিকার পোশাক দেখেই শুরু জল্পনা

এখন আইপিএল-এর জন্য জাহির খান রয়েছেন আরব আমিরশাহিতে। সঙ্গে রয়েছেন সাগরিকাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৪:৪২
Share:

দু’জনেই এখন আরব আমিরশাহিতে।— ফাইল চিত্র।

একের পর এক সেলিব্রিটি সুখবর শোনাচ্ছেন। দ্বিতীয় বার সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউডের তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কপূর। একই রকম সুখবর শুনিয়েছেন বিরাট কোহালি-অনুষ্কা শর্মা। তার আগেই ক্রিকেটার হার্দিক পাণ্ড্য বাবা হয়েছেন। এ বার খবর পাওয়া যাচ্ছে, বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা জাহির খান। তবে তিনি বা তাঁর অভিনেত্রী স্ত্রী সাগরিকা ঘাটগে এই ব্যাপারে কিছুই জানাননি। আপাতত গোটাটাই জল্পনা।

Advertisement

এখন আইপিএল-এর জন্য জাহির খান রয়েছেন আরব আমিরশাহিতে। সঙ্গে রয়েছেন সাগরিকাও। গত বৃহস্পতিবার, ৮ অক্টোবর জাহিরের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানেই কালো রঙের একটি ঢিলেঢালা পোশাকে সাগরিকাকে দেখা যায়। তাতেই নাকি বেবি বাম্পের আভাস মেলে। আর তা থেকেই শুরু হয় জল্পনা। পরে জাহির-সাগরিকার ঘনিষ্ঠ মহল থেকেও এমন সম্ভাবনার কথা জানা গিয়েছে বলে দাবি করেছে একটি ট্যাবলয়েড। তবে সেলিব্রিটি জুটি মুখ না খোলায় এখনও এই খবর রয়েছে জল্পনার স্তরেই।

আরও পড়ুন: ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি পোস্ট, গুজরাতের মুন্দ্রায় ‘চিহ্নিত’ কিশোর

Advertisement

২০০৭ সালে শাহরুখ খান অভিনিত ‘চক দে! ইন্ডিয়া’ ছবি দিয়েই বলিউডে পথ চলা শুরু হয় সাগরিকার। এর পরেও বেশ কয়েকটি ছবিতে তাঁকে দেখা যায়। ক্রিকেটার জাহির খানের সঙ্গে বিয়ে হয় ২০১৭ সালে। এখন অপেক্ষা, কবে এই সেলেব দম্পতি সুখবর শোনাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement