কোহালিদের কোচ বাছার বৈঠকে ভিডিও কনফারেন্সে থাকবেন সচিন

ভারতীয় কোচ বেছে নিতে হবে ২২ জুনের মধ্যে। কিন্তু সচিন তেন্ডুলকর রয়েছেন দেশের বাইরে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে তিনিও রয়েছেন কমিটিতে। যাঁরা বেছে নেবেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০০:১০
Share:

ভারতীয় কোচ বেছে নিতে হবে ২২ জুনের মধ্যে। কিন্তু সচিন তেন্ডুলকর রয়েছেন দেশের বাইরে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে তিনিও রয়েছেন কমিটিতে। যাঁরা বেছে নেবেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ। কিন্তু সেই মিটিংয়ে থাকতে পারবেন না সচিন। যদিও তিনি জানিয়ে দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে থাকবেন এই আলোচনায়। যেখানে বেছে নেওয়া হবে নতুন কোচ। ৫৭ জন ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। যদিও বিসিসিআই সেখান থেকে বেছে ২১ জনের তালিকা তৈরি করে ফেলেছে। যদিও কোচেস কমিটি যদি চায় তাহলে ৫৭ জনের নাম নিয়েই আলোচনা করতে পারে। বিসিসিআই এর পক্ষ থেকে জানানো নিশ্চিত করে বলা হয়েছে, ‘‘সচিন ভিডিও কনফারেন্সে এই মিটিংয়ে থাকার কথা নিশ্চিয়তা দিয়েছে।’’

Advertisement

কমিটির কাছে পুরো একসপ্তাহও নেই। জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে কোচ বেছে নিতে মরিয়া বিসিসিআই। ক্যারিবিয়ান সফরের আগে দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় দিতে হবে নতুন কোচকে। যদিও যা খবর তাতে রবি শাস্ত্রীই এগিয়ে কোচ হওয়ার দৌড়ে। সেই অবস্থায় মানিয়ে নেওয়ার কোনও ব্যাপার থাকছে না। গত এক বছরের বেশি তাঁর হাতেই ছিল ভারতীয় দলের দায়িত্ব। বিসিসিআই সচিব অজয় শিরকে বলেন, ‘‘ কমিটি সব আবেদনপত্র খুটিয়ে দেখে ইন্টারভিউ নেবে। দেখা হবে তাঁদের প্রেজেন্টেশন। যদি ৫৭ জনেরই আবেদনপত্র দেখতে চায় কমিটি সেই ব্যবস্থাও করা হবে।’’

আরও খবর

Advertisement

ভারতের ওপেনিংয়ে নতুন ভরসা লোকেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement