Sachin Tendulkar

কেক কেটে সচিনের শততম শতরানের ৯ বছর স্মরণীয় করে রাখলেন পাঠান ভাইয়েরা

সচিন তেন্ডুলকরের শততম শতরানের মুহূর্ত স্মরণীয় করে রাখলেন তাঁরই প্রাক্তন সতীর্থরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১২:১৫
Share:

সচিনকে কেক খাওয়াচ্ছেন পাঠান ভাইয়েরা। ছবি টুইটার

সচিন তেন্ডুলকরের শততম শতরানের মুহূর্ত স্মরণীয় করে রাখলেন তাঁরই প্রাক্তন সতীর্থরা। এখন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ব্যস্ত সচিন। সেখানেই ইরফান পাঠান, তাঁর দাদা ইউসুফ পাঠান এবং বাকি সতীর্থরা মিলে কেক কেটে সচিনের এই কীর্তি উদযাপন করেন।

Advertisement

২০১২ সালের ১৬ মার্চ বিশ্বের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ফরম্যাটে শততম শতরান করেন সচিন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই রেকর্ড গড়েন তিনি। মঙ্গলবার ইরফান একটি ছবি পোস্ট করেছেন টুইটারে, যেখানে দেখা যাচ্ছে সচিনকে কেক মাখিয়ে দিচ্ছেন তাঁরা। সঙ্গে ইরফান লিখেছেন, “যেদিন সচিন পাজি শততম শতরান করেছিল, সেদিন আমি সব থেকে সেরা আসনে বসেছিলাম।”

যদিও সেই ম্যাচে জিততে পারেনি ভারত। ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন সচিন। ভারত তুলেছিল ২৮৯/৫। কিন্তু সেই রান তাড়া করে শেষ ওভারে জেতে বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement