Sachin Tendulkar

Sachin Tendulkar and Chris Cairns: বন্ধু কেয়ার্নসের জন্য চিন্তায় সচিন তেন্ডুলকর

নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট, ২১৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার কেয়ার্নস গত মাস থেকে গুরুতর অসুস্থ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২০:৩৭
Share:

অতীত অ্যালাবাম থেকে। সচিন তেন্ডুলকর ও ক্রিস কেয়ার্নস। ফাইল চিত্র

বাইশ গজের যুদ্ধে ওঁদের লড়াই জমে উঠত। কিন্তু মাঠের বাইরে দু’জনের বন্ধুত্ব যে এখনও অটুট, সেটা বুঝিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নসের জন্য চিন্তায় মাস্টার ব্লাস্টার। নিজের মনের কথা টুইট করে জানালেন সচিন।

Advertisement

সচিন লিখেছেন, ‘ক্রিস কেয়ার্নসের জন্য চিন্তা হচ্ছে। তাই প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো বন্ধু। গোটা ক্রিকেট দুনিয়া তোমার জন্য প্রার্থনা করছে।’

নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট, ২১৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার গত মাস থেকে গুরুতর অসুস্থ। কয়েক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই জন্য শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ও দুই পা এখন পক্ষাঘাতে আক্রান্ত। ফলে একটা সময় মাঠে দাপিয়ে বেড়ানো কেয়ার্নসের ভরসা এখন হুইল চেয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement