আইএসএল-এর লড়াইয়ে দুই ক্রিকেট বন্ধু। —ফাইল চিত্র।
আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু তার আগেই খবর রটে যায় আর আইএসএল-এর দলের সঙ্গে থাকছেন না মাস্টার ব্লাস্টার। আইএসএল-এর ফুটবলের লড়াইয়ের বাইরে একটা লড়াই চলত সৌরভ-সচিনকে ঘিরে। যখন কেরল ব্লাস্টার্স ও এটিকে মুখোমুখি হত ফুটবলের ময়দানে।
দুই দলের মালিকানার একটা বড় অংশ রয়েছে এই দুই বিখ্যাত ক্রিকেটারের হাতে। ক্রিকেট মাঠে এই দু’জন গলায় গলায় বন্ধু হলেও আইএসএল-এর বাজারে কিন্তু দু’জনকে জমিয়ে লড়তে দেখা গিয়েছে। সচিনের আইএসএল দল কেরল ব্লাস্টার্স ছেড়ে দেওয়ার জল্পনায় অবশ্য জল ঢাললেন দলের হেড কোচ ডেভিড জেমস। তিনি জানিয়ে দিলেন, সচিন তেন্ডুলকর সব সময়ই কেরল ব্লাস্টার্সের সঙ্গে অংশ থাকবেন।’’
মাস্টার ব্লাস্টার অবশ্য তাঁর ২০ শতাংশ শেয়ার ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন। কিন্তু তাঁর হৃদয় যে কেরল ব্লাস্টার্সের সঙ্গেই রয়েছে তা বলতে ভোলেননি তিনি। তিনি বলেন, ‘‘আমার হৃদয় সব সময় ক্লাবের জন্য চলবে।’’ জেমস বলেন, ‘‘তাঁর নাম সব সময়ই দলের সঙ্গে থাকবে। কারন তাঁর নামেই দলের নামে ব্লাস্টার রাখা হয়েছিল। জার্সির রঙও তাঁরই পছন্দের।’’
এটিকের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামার আগে জেমস বলেন, ‘‘ফুটবলের বাইরেও একটা মনুষ্যত্বের বিষয় থেকে যায়। ক্রীড়াক্ষেত্রে ও আমার দেখা ভাল মানুষদের মধ্যে একজন।’’
আরও পড়ুন
শেষ আটে ভারত, লক্ষ্য যুব বিশ্বকাপ