৪৮ বছরে পা দিলেন সচিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের জন্মদিন উৎসবহীন রেখেছিলেন। এ বারেও সারা দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। তার মাঝেই ৪৮ বছরে পা দিলেন সচিন রমেশ তেন্ডুলকর।
সুরেশ রায়না টুইট করে লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ক্রিকেটের প্রতি তোমার ভালবাসা আমাদের ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করেছে। তোমার সুস্থ জীবন কামনা করি’। রবি শাস্ত্রী টুইট করে লেখেন, ‘শুভ জন্মদিন মাস্টার। প্রায় এক যুগ হতে চলল তুমি ক্রিকেট থেকে অবসর নিয়েছ। ক্রিকেটার, সমর্থকরা বুঝতে পারছে তোমার তৈরি করা রেকর্ডগুলো ভাঙা কতটা কঠিন’।
সচিনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে মুম্বই ইন্ডিয়ান্সও। বিসিসিআই-এর তরফে টুইট করে লেখা হয়, ‘৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ১০০ আন্তর্জাতিক শতরান, ২০১ আন্তর্জাতিক উইকেট। শুভ জন্মদিন সচিন’।
কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে জন্মদিনের উৎসব শুধু মাত্র নেটমাধ্যমেই সীমাবদ্ধ।