অর্ধ শতরানের পথে রোহিত। ছবি: বিসিসিআই
গত বারের আইপিএল চ্যাম্পিয়ন তারা। সেই মুম্বই ইন্ডিয়ান্স এ বারে এখনও অবধি ৫টা ম্যাচের মধ্যে ৩টে ম্যাচে হেরে গিয়েছে। ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে রোহিত শর্মাদের। মুম্বই অধিনায়ক নিজে ৫২ বলে ৬৩ রান করলেও বাকিদের থেকে তেমন সাহায্য পাননি। সূর্যকুমার যাদব চেষ্টা করলেও দলের রান খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারেননি।
রোহিত বলেন, “মাঠে আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছি না। কঠিন পরিস্থিতিতে কী ভাবে ব্যাট করব, বল করব সেটা বুঝতে হবে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল না। আমরা দেখলাম পঞ্জাব কী ভাবে ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেল। আমাদের ব্যাটিংয়ে প্রয়োগক্ষমতার অভাব ছিল।”
রোহিতের মতে এই পিচে ১৫০ থেকে ১৬০ রান করলে ম্যাচ জেতা সম্ভব। তিনি বলেন, “শেষ দুটো ম্যাচে আমরা ১৫০ রানই করতে পারলাম না।” মুম্বইয়ের ইনিংসের শেষের দিকে হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ডের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা থাকলেও পঞ্জাব বোলারদের দাপটে তাঁদের শান্তই থাকতে হয়েছে।