Sachin Tendulkar

ধৈর্য-অস্ত্রে ঘায়েল ম্যাকগ্রা

১৯৯৯ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচ ছিল অ্যাডিলেডে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৫:৫০
Share:

কী ভাবে শান্ত মাথায় ম্যাকগ্রার আগুনে বোলিং সামলেছিলেন তা ফাঁস করলেন সচিন তেন্ডুলকর।—ছবি সংগৃহীত

করোনা-সংক্রমণের জন্য গৃহবন্দি। এই অবস্থায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর জানালেন, ১৯৯৯ সালে অ্যাডিলেড টেস্টে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে দ্বৈরথে জয়ের কাহিনি।

Advertisement

এ দিন একটি ভিডিয়ো চ্যাটে সে ঘটনা জানিয়েছেন সচিন। যা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে সচিন জানিয়েছেন, প্রথমে কী ভাবে শান্ত মাথায় ম্যাকগ্রার আগুনে বোলিং সামলে তার পরে পাল্টা চাপ ছুঁড়ে দিয়েছিলেন ম্যাকগ্রার দিকে।

১৯৯৯ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচ ছিল অ্যাডিলেডে। সচিনের কথায়, ‍‘‍‘প্রথম ইনিংসের খেলা মিনিট ৪০ বাকি ছিল। ম্যাকগ্রা ওই সময়ে পাঁচ কিংবা ছয় ওভার মেডেন করেছিল।’’

Advertisement

মুম্বইকর ব্যাটসম্যান সঙ্গে যোগ করেন, ‍‘‍‘ওদের রণনীতি ছিল, সচিনকে হতাশ করে দাও। তাই ৭০ শতাংশ বল যাচ্ছিল উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের কাছে। আর ১০ শতাংশ বল আমার ব্যাটের খুব কাছ দিয়ে যাচ্ছিল। বাকি যে বলগুলো অফস্টাম্পের বাইরে রাখছিল, তাতে ব্যাট ছোঁয়ালেই আউট হতাম।’’

সচিন বলেছেন, ‍‘‍‘তাই বল ছাড়ছিলাম। বেশ কিছু বলে পরাস্তও হচ্ছিলাম। কিন্তু আমি ম্যাকগ্রাকে বলে যাচ্ছিলাম, ‍‘ভাল বল। যাও, পরের বলটা করো। কারণ আমি এখন আউট হব না।’’

প্রাক্তন ভারত অধিনায়ক এর পরেই বলেন, ‍‘‍‘পরের দিন সকালে পাল্টা আক্রমণ করি ম্যাকগ্রাকে। পর পর বেশ কয়েকটা চার মারতেই ম্যাকগ্রাদের পরিকল্পনা ধাক্কা খায়। আগের দিন বিকেলে ধৈর্য দেখিয়েছিলাম। সে দিন সকালে যে ভাবে চাই সে ভাবেই খেলি।’’

পাশাপাশি, এ দিন সচিন জানিয়েছেন, মুম্বইয়ের প্রতিভাবান ওপেনার পৃথ্বী শ-কে মাঠে ও মাঠের বাইরের জীবন-দর্শন সর্ম্পকে পরামর্শ দিয়ে পথপ্রদর্শকের মতো পাশে রয়েছেন। তাঁর কথায়, ‘‍‘পৃথ্বীর সঙ্গে বেশ কয়েক বার কথা হয়েছে। ও খুব প্রতিভাবান। দুঃসময়ে ওকে পরামর্শ দিয়ে আমিও খুশি। ওকে ক্রিকেট ও ক্রিকেটের বাইরে জীবনদর্শন নিয়ে প্রচুর পরামর্শ দিয়েছি।’’

তবে পৃথ্বীকে তিনি কী কী বলেছেন, তা নিয়ে বিশদে কিছু বলতে চাননি। সচিন বলেছেন, ‍‍‘‍‘বহু তরুণ ক্রিকেটারই ব্যক্তিগত ভাবে পরামর্শ চায়। কেউ যদি খেলার উৎকর্ষ বাড়ানোর জন্য আমার সঙ্গে কথা বলতে আসে, তাকে নিরাশ করি না।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement