Viral Video

মুম্বইয়ের নতুন র‌্যাপারের গানে মুগ্ধ সচিন

সেই র‌্যাপারের গান শুনে তিনি যে খুশি সে কথা তিনি জানিয়েছেন নিজের করা পোস্টে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩২
Share:

তেণ্ডুলকর ও কাম্বলি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

‘শহরের নতুন র‌্যাপার’-এ সঙ্গে নেটাগরিকদের বুধবার পরিচয় করালেন ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেণ্ডুলকর। সেই র‌্যাপারের গান শুনে তিনি যে খুশি সে কথা তিনি জানিয়েছেন নিজের করা পোস্টে। সেই র‌্যাপার হলেন সচিনের ছোটবেলার বন্ধু ও প্রাক্তন সতীর্থ বিনোদ কাম্বলি।

Advertisement

২০১৭তে ‘ক্রিকেটওয়ালি বিট’ নামের একটি গান গেয়েছিলেন সচিন। সোনু নিগমও গলা মিলিয়েছিলেন সেই গানে। সেই গানে ভারতের হয়ে খেলা প্রাক্তন ক্রিকেটারদের উল্লেখ ছিল। এ বছর জানুয়ারিতে ওই গানের একটি অংশকে র‌্যাপ বানিয়ে গাওয়ার চ্যালেঞ্জ কাম্বলিকে জানিয়েছিলেন সচিন।

সচিনের দেওয়া সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন কাম্বলি। ‘ক্রিকেটওয়ালি বিট’ গানের র‌্যাপ করে, সম্প্রতি সেই ভিডিয়ো পোস্ট করেন। সেখানে সচিনের দেওয়া চ্যালেঞ্জের জবাব দিয়ে তিনি লিখেছিলেন, ‘‘প্রিয় মাস্টার ব্লাস্টার, একবার যদি আমি কোনও কথা দিয়ে দিই, তাহলে নিজের কথাও আর শুনি না!’’

Advertisement

সেই র‌্যাপ শুনে সন্তুষ্ট হয়ে কাম্বলিকে শহরের নতুন র‌্যাপার বলেছেন সচিন। দেখুন কাম্বলির র‌্যাপের ভিডিয়ো—

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে দুই মেয়ে, খুশি গ্রাম

আরও পড়ুন: সাত বছর পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত এই প্রাক্তন অজি ক্রিকেটারের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement