Sachin Tendulkar

লারাকে ফের হারালেন সচিন, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফা‌ইনালে ভারত

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ০০:৩৭
Share:

দুরন্ত ছন্দে সচিন। —নিজস্ব চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে ১২ রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে চলে গেল ভারত। মুখোমুখি সাক্ষাতে ব্রায়ান লারাকে ফের হারিয়ে দিলেন সচিন তেন্ডুলকর।

Advertisement


বুধবার টসে জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ভারত। দলকে ভদ্রস্থ রানে পৌঁছতে সাহায্য করেছে সচিনের ইনিংস। ৪২ বলে ৬৫ করেছেন মাস্টার ব্লাস্টার। মেরেছেন ৬টি চার এবং ৩টি ছয়। তবে শেষ দিকে নেমে যুবরাজ সিংহের ঝোড়ো ইনিংস না থাকলে ২০০-র গন্ডি পেরোতে পারত না ভারত। ২০ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন যুবরাজ। ৬টি ছয় মেরেছেন তিনি। যুবরাজের সঙ্গেই অপরাজিত ছিলেন ইউসুফ পাঠান। তিনি ২০ বলে ৩৭ করেন।


জবাবে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের হয়ে ভাল খেলেন ডোয়েন স্মিথ (৩৬ বলে ৬৩) এবং নরসিং দেওনারাইন (৪৪ বলে ৫৯)। পরের দিকে নেমে দলকে টানছিলেন লারা (২৮ বলে ৪৬)। কিন্তু ১৯তম ওভারে তিনি ফিরে যান। তখনই জয়ের আশা শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement