ফের খেলতে দেখা যাবে সচিনকে। —ফাইল চিত্র
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় ৮ বছর। তবে ব্যাট হাতে সচিন তেন্ডুলকর এখনও যে বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন তা দেখা যাচ্ছে একটি ভিডিয়োতে। সচিনভক্তদের টুইটার অ্যাকাউন্ট থেকে এমনই এক ভিডিয়ো দেখা গিয়েছে নেট দুনিয়ায়।
পথ সুরক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক সচিন। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার খেলার কথা থাকলেও, করোনা সংক্রমণের কারণে পিছিয়ে গিয়েছে তারা। সেই প্রতিযোগিতায় খেলতে নামার আগে যে কোনও আন্তর্জাতিক ম্যাচের মতোই প্রস্তুতি নিতে দেখা গেল মাস্টার ব্লাস্টারকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথম দুটো বল ছেড়ে দিলেন সচিন। তার পর বেশ কিছু স্ট্রেট ড্রাইভ এবং কভার ড্রাইভ দেখা গেল তাঁর ব্যাট থেকে। রায়পুরে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে।