Cricket

ইংল্যান্ডে পথ চলা শুরু সচিনের অ্যাকাডেমির

শুধু ভাল ক্রিকেটর গড়াই নয়, ভাল নাগরিক গড়ে তোলাতেও নজর দিচ্ছে সচিন তেন্ডুলকরের ক্রিকেট অ্যাকাডেমি। ল্যাঙ্কাশায়ার কাউন্টির সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাকাডেমি চলবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৭:৫৬
Share:

সচিনের এ বার শিক্ষকও। ছবি টুইটারের সৌজন্যে।

ক্রিকেট শেখার হাজারখানা অ্যাকাডেমি রয়েছে। কিন্তু সোমবার ইংল্যান্ডের নর্থউডে মার্চেন্ট টেলর’স স্কুলে যে অ্যাকাডেমির প্রথম ক্রিকেট ক্যাম্প ছিল, তার ব্যাপার খানিকটা আলাদা। কারণ, এখানে ক্রিকেট খেলতে শেখাবেন স্বয়ং সচিন তেন্ডুলকর।

Advertisement

হ্যাঁ, পথ চলা শুরু করল সচিনের অ্যাকাডেমি। মিডলসেক্স কাউন্টির সঙ্গে যৌথ ভাবে যা চলবে। নাম, তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি সত্যিই বিশ্বব্যাপী। পরের ক্যাম্পগুলো কখনও হবে মুম্বইয়ে, কখনও লন্ডনে। বিশ্বের অন্যত্রও ক্রিকেট শেখানোর শিবির করার ভাবনা রয়েছে।

ঠিক হয়েছে, নয় বছর বয়েস থেকে ১৪ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের শেখানো হবে ক্রিকেট। মিডলসেক্স কাউন্টির কোচদের সঙ্গে বসে সচিন ঠিক করবেন কোচিংয়ের গাইডলাইন। এই অ্যাকাডেমির উদ্দেশ্য শুধু ভাল ক্রিকেটার বের করে আনাই নয়, একইসঙ্গে ভাল বিশ্ব নাগরিক গড়ার দিকেও চোখ রাখা হবে।

Advertisement

এই উদ্যোগ নিয়ে সচিন বলেছেন, “এই নতুন উদ্যোগে মিডলসেক্স কাউন্টির সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। আমরা শুধু ক্রিকেটার গড়াতেই মন দিচ্ছি না। ভবিষ্যতের বিশ্ব নাগরিক গড়াতেও নজর থাকবে। মিডলসেক্স ও আমি যতটা সম্ভব সেরা ক্রিকেট শিক্ষা দিতে চাইছি ক্রিকেট-শিক্ষার্থীদের।”

মিডলসেক্স ক্রিকেটের সিইও রিচার্ড গোয়াটলে বলেছেন, “সচিন তেন্ডুলকরের সঙ্গে গত ছয় মাস ধরে এই পরিকল্পনা নিয়ে খেটেছি। বিশ্বের সেরা কোচিং পোগ্রাম এটাই হতে চলেছে বলে বিশ্বাস করছি।’

প্রসঙ্গত, সচিন ভারতের হয়ে দুশো টেস্ট খেলে ৫১ শতরান করেছেন। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন: গলফ খেলতে গিয়ে বড় চোটের হাত থেকে বাঁচলেন অ্যান্ডারসন

আরও পড়ুন: ফের রান, সুপার লিগে সুপারহিট স্মৃতি​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement