badminton

কোভিড কেড়ে নিল জাতীয় ব্যাডমিন্টন দলের প্রাক্তন কোচকে

দু’সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। সরকারি মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ০৮:৫৭
Share:

বালাচন্দ্রন ফাইল ছবি

প্রয়াত হলেন ভারতীয় ব্যাডমিন্টন দলের প্রাক্তন কোচ এস বালাচন্দ্রন নায়ার। কোভিডে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। ৬৯ বছর বয়সী কোচ রেখে গেলেন তাঁর স্ত্রী এবং দুই মেয়ে প্রিয়া এবং প্রিজাকে।

Advertisement

দীর্ঘদিন ধরেই ‘মাল্টিপল মায়লোমা’ রোগে ভুগছিলেন বালাচন্দ্রন। দু’সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। সরকারি মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান তিনি।

তিন দশকেরও বেশি কোচিং করানোর অভিজ্ঞতা ছিল তাঁর। বিমল কুমার, সানাভে টমাস, ভি দিজু, ফতিমা নাজরিন এবং আয়াপ্পান কৃষ্ণণদের মতো খেলোয়াড়দের কোচিং করিয়েছেন তিনি। প্রায় এক দশকের উপর ভারতীয় দলের কোচ ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে দলকে খেলাতে নিয়ে গিয়েছেন এবং সাফল্য পেয়েছেন। কঠোর কোচ হিসেবে পরিচিত ছিলেন। নিত্যনতুন ফিটনেস ড্রিল চালু করার ব্যাপারে তাঁর সুনাম ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement