অলিম্পিক্স পদকজয়ীর মানবিকতা ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। প্রাণে বাঁচতে একের পর এক ইউক্রেনীয় দেশ ছাড়ছেন। ভিড় জমাচ্ছেন প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরিতে গিয়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থাও তাঁদের সাহায্য করছে। ইউক্রেনীয় আশ্রয় দিতে এ বার এগিয়ে এলেন প্রাক্তন অলিম্পিক্স পদকজয়ী পল শকমোহলেও।
ইকোয়েস্ট্রিয়ান টিম জাম্পিংয়ে ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিক্সে রুপো এবং ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন পল। এখন তিনি ঘোড়াদের দেখাশোনা করেন। উত্তর জার্মানিতে নিজের খামারবাড়ির কাছেই একটি হোটেলে ৮০ জন ইউক্রেনীয়কে স্থান দিয়েছেন। তাঁদের যাতায়াত-সহ দৈনন্দিন খাবার খরচও বহন করছেন তিনি। যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের প্রত্যেকেই মহিলা বলে জানিয়েছেন পল। কারও কারও আবার ছোট শিশুও রয়েছে।
পলের আশা, আগামিদিনে আরও অনেকে তাঁর মতোই ইউক্রেনীয়দের সাহায্য করতে এগিয়ে আসবেন। বলেছেন, “আমি এটা নিয়ে বেশি হইচই করতে রাজি নই। তবে এটা চাই যে ভবিষ্যতে বাকিরাও এ ভাবেই এগিয়ে এসে ইউক্রেনীয়দের সাহায্য করুক।” উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর থেকে অন্তত ২৫ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।