ছবি এএফপি।
শাকিব আল হাসান নির্বাসিত হওয়ায় ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দেবেন মোমিনুল হক। টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লা রিয়াদ-কে। পাশাপাশি টি-টোয়েন্টি দলে শাকিবের জায়গায় এসেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। চলতি বছরেই যাঁর টি-টোয়েন্টি অভিষেক হয় জিম্বাবোয়ের বিরুদ্ধে। ভারত-বাংলাদেশের মধ্যে কোনও দলই এখন পর্যন্ত দিন-রাতের টেস্ট খেলেনি। যে কারণে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো মনে করছেন, তাঁর দল ভারতীয় ক্রিকেটারদের অনভিজ্ঞতার সুযোগ নিতে পারবেন।
মঙ্গলবারই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইডেনে অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট দিন-রাতের হতে চলেছে। যার পরেই ঢাকায় বাংলাদেশ কোচ কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরাট কোহালির দলকে। ডোমিঙ্গো বলেছেন, ‘‘ভারত এর আগে কখনও গোলাপি বলের টেস্ট খেলেনি। আমরাও খেলিনি। ভারত দারুণ একটা টেস্ট দল। সম্ভবত বিশ্বের এক নম্বর দল। কিন্তু গোলাপি বলে না খেলার ফলে ওদের ক্রিকেটারররা অনিশ্চয়তায় ভুগতে পারে। দু’দলই জানে না, বাইশ গজে কী হবে। আর এই ব্যাপারটা কাজে লাগাতে হবে। এটা আমাদের পক্ষেও যেতে পারে।’’
ঘোষিত দল (টি-টোয়েন্টি): মাহমুদুল্লা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মহম্মদ নইম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফত সানি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মহম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু হায়দর।
ঘোষিত দল (টেস্ট): মোমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, ইমরুল কায়েস, সইফ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা, মহম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহদি হাসান, তাইজুল ইসলাম, নইম হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।