৮০ লক্ষ ইটালীয় টিভির সামনে রোনাল্ডোর পেনাল্টি নষ্ট, দল ফাইনালে

মিলানে ফল ছিল ১-১।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৩:৩৫
Share:

হতাশা: এ সি মিলানের বিরুদ্ধে পেনাল্টি ফস্কে রোনাল্ডো। এএফপি

কোপা ইটালিয়া

Advertisement

জুভেন্টাস ০ এসি মিলান ০

(দুই ম্যাচ মিলিয়ে ফল ১-১। বাইরের মাঠে গোল করায় জয়ী জুভেন্টাস)

Advertisement

করোনা আতঙ্কে দর্শকহীন সান সিরো স্টেডিয়ামের প্রবেশপথে দু’দলের জন্য আলাদা টানেল। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ম্যাচ শুরুর আগে প্র্যাক্টিস-জার্সিতে বর্ণবিদ্বেষবিরোধী বার্তা। সঙ্গে অতিমারিতে মৃতদের উদ্দেশে নীরবতা পালন। মার্চের ন’তারিখের পরে ইটালিতে শুক্রবার ফুটবলের প্রত্যাবর্তন ঘটল ভাবগম্ভীর চেহারায়। কিন্তু কোপা ইটালিয়ার ফিরতি সেমিফাইনালে যাঁকে ঘিরে ফুটবলপ্রেমীদের যাবতীয় আগ্রহ ছিল, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নষ্ট করলেন পেনাল্টি। অবশ্য বাইরের মাঠে গোল থাকায় এসি মিলানকে হারিয়ে জুভেন্টাসের ফাইনাল খেলা আটকাল না। মিলানে ফল ছিল ১-১।

ঘটনাচক্রে ১৩ই ফেব্রুয়ারির প্রথম সেমিফাইনালে পেনাল্টি থেকেই গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। সেই পেনাল্টিও তুরিনের ক্লাব পায় ভিডিয়ো প্রযুক্তির সৌজন্যে। ঘটনার পুরনরাবৃত্তি হল শুক্রবার। বক্সে মিলানের আন্দিয়া কন্তির হাত সামান্য একটু ছুঁয়েছিল বল। ফলশ্রুতি পেনাল্টি। এ ক্ষেত্রে মিলানের ম্যাচের সঙ্গে ফারাক একটাই। খেলার ১৬ মিনিটে রোনাল্ডোর ডান দিকে মারা অসাধারণ নীচু শট পোস্টের ভিতরের দিকে ধাক্কা খেয়ে মাঠে ফিরে আসা। এমনিতে চোট থাকায় এই ম্যাচ খেলতে পারেননি জ়্লাটান ইব্রাহিমোভিচ। তার উপর পেনাল্টি নষ্টের পরপরই বড় ধাক্কা খায় এসি মিলান তাদের আন্তে রেবিচ বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখায়। বাকি ৭৪ মিনিট নিজেদের মাঠে ১০ জনের মিলানকে পেয়েও গোল করতে পারলেন না রোনাল্ডো, পাওলো দিবালারা। ইটালিতে ফুটবলের সাড়ম্বর প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা স্টেডিয়ামে বোঝা যায়নি কারণ অতিমারির আরও সংক্রমণ রুখতে খেলা হয়েছে ফাঁকা গ্যালারির সামনে। কিন্তু ইটালিতে প্রায় ৮৩ লক্ষ মানুষ এই ম্যাচ দেখেছেন টিভিতে। যা একটা রেকর্ড! সে দেশে ফুটবল ম্যাচে কখনও এত টিভি-দর্শকের কথা শোনা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement