অধিনায়ক, কোচকে ধন্যবাদ রোহিতের

সিরিজ জয়ের নায়ক রোহিত শর্মা কোচ-অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘অধিনায়ক ও কোচ আমার পাশে ছিল। ওদের সমর্থনটা খুব সাহায্য করেছে। ওপেনার হিসেবে আমাকে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০৪:৫৩
Share:

ফুরফুরে: ড্রেসিংরুমে ধোনি-শাস্ত্রী। যে ছবি টুইট করেন ভারতীয় কোচই।

ভারতীয় দল এখন পরিবেশ, পরিস্থিতি বা পিচ নিয়ে মাথায় ঘামায় না। দক্ষিণ আফ্রিকাকে ৩-০ উড়িয়ে দেওয়ার পরে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘‘আমাদের দর্শন হল, পিচ জাহান্নামে যাক। আমাদের কুড়িটা উইকেট নিতে হবে, ব্যস। সেটা মুম্বই, অকল্যান্ড, মেলবোর্ন, যেখানেই হোক না কেন।’’

Advertisement

মঙ্গলবার ভারতের ড্রেসিংরুমে এসেছিলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি। যাঁর সঙ্গে ছবি টুইট করে শাস্ত্রী লিখলেন, ‘‘একটা দারুণ সিরিজ জয়ের পরে সত্যিকারের এক ভারতীয় কিংবদন্তির সঙ্গে ওর ডেরায় দেখা হল।’’ সাংবাদিক বৈঠকে বিরাট কোহালিকে প্রশ্ন করা হয়েছিল, ম্যাচ চার দিনে শেষ। রাঁচীতে আছেন, ধোনির সঙ্গে দেখা করবেন না? জবাবে হাসতে হাসতে কোহালি বলেন, ‘‘ধোনি তো আমাদের ড্রেসিংরুমে এসেছে। আপনারা গিয়ে হ্যালো বলে আসুন।’’ সিরিজ জয়ের নায়ক রোহিত শর্মা কোচ-অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘অধিনায়ক ও কোচ আমার পাশে ছিল। ওদের সমর্থনটা খুব সাহায্য করেছে। ওপেনার হিসেবে আমাকে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement