রান না পেলেই অনেক কথা উঠত, বলছেন নায়ক

তিন টেস্টের সিরিজে ইতিমধ্যে দু’টি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন ‘হিটম্যান’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০৪:১৪
Share:

উচ্ছ্বাস: আরও এক উইকেটের পতন। উল্লসিত কোহালি, রোহিত। পিটিআই

টেস্ট ওপেনার হিসেবে অভিষেক সিরিজে রান না পেলে তাঁকে যে অনেক প্রশ্নের সামনে পড়তে হত, সে ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন রোহিত গুরুনাথ শর্মা। তাই চলতি সিরিজে সুযোগের সদ্ব্যবহার করাই ছিল তাঁর প্রথম লক্ষ্য।

Advertisement

তিন টেস্টের সিরিজে ইতিমধ্যে দু’টি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন ‘হিটম্যান’। রবিবার ২৫৫ বলে ২১২ রান করে ছুঁয়ে ফেলেছেন বীরেন্দ্র সহবাগ, ক্রিস গেল ও সচিন তেন্ডুলকরকে। তাঁদের সঙ্গে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ও টেস্ট ডাবল সেঞ্চুরির মালিক রোহিত।

টেস্ট ওপেনার হিসেবে প্রথম সিরিজে ১৭৬, ১২৭ ও ২১২ রানের ইনিংস খেলে ক্রিকেটবিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন রোহিত। তিনি জানেন, রান না পেলে সংবাদমাধ্যমও তাঁর সমালোচনা করতে ছাড়ত না। রবিবার রাঁচীতে ম্যাচের দ্বিতীয় দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘রান না পেলে অনেক কিছু হতে পারত।’’ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘‘আপনারাই আমাকে নিয়ে অনেক কিছু লিখতেন। জানি, এখন প্রত্যেকেই আমাকে নিয়ে ভাল কিছু লিখবেন।’’ বলেই হাসতে শুরু করেন ‘হিটম্যান’। আরও বলেন, ‘‘সুযোগের সদ্ব্যবহার করাই ছিল আমার লক্ষ্য। জানতাম, এই সুযোগ কাজে না লাগালে সংবাদমাধ্যম আমার বিরুদ্ধে লিখত। এখন হয়তো সেটা আর করবে না।’’

Advertisement

এখনও পর্যন্ত সিরিজে ৫২৯ রান করেছেন রোহিত। পঞ্চম ভারতীয় ওপেনার হিসেবে একই সিরিজে ৫০০-র উপর রান করার মালিক তিনি। ওপেনার হিসেবে অভিষেক সিরিজে কী করে এত রেকর্ড গড়লেন? রোহিতের উত্তর, ‘‘আগেই বলেছি, সিরিজ শুরু হওয়ার আগে থেকেই মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। টিম ম্যানেজমেন্টের সঙ্গে অনেক দিন আগেই আমার ব্যাটিং অর্ডার নিয়ে কথা হয়েছে। এই সুযোগের অপেক্ষায় ছিলাম। সেটাই এখন কাজে লাগাচ্ছি।’’

প্রথম দিন ১৫.৩ ওভারের মধ্যে ভারতের স্কোর হয়ে যায় ৩৯-৩। সেখান থেকে এ ধরনের ইনিংস খেলা কত বড় চ্যালেঞ্জ? রোহিতের প্রতিক্রিয়া, ‘‘প্রচণ্ড বড় পরীক্ষা ছিল আমার কাছে। কারণ, বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আমার নেই। মাত্র ৩০টি টেস্ট খেলেছি এখনও পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের ইনিংস খেলা আমার কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement