রোহিত-শিখরের ব্যাটে ম্লান সচিন-বীরু। ছবি: এএফপি
ওয়ানডেতে সচিন তেন্ডুলকর-বীরেন্দ্র সহবাগ জুটিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা ও শিখর ধওয়ন। রবিবার মোহালিতে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে। ভারতের দু’ওপেনারই রানের খরা কাটিয়েছেন এ দিন।
সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে রোহিত ও শিখরের ব্যাট কথা বলেনি। চতুর্থ ওয়ানডের বল গড়ানোর আগে ভারতের বাঁ হাতি ওপেনারের সংগ্রহ তিন ম্যাচে ২২ রান। প্রথম তিনটি ম্যাচ থেকে রোহিত করেন ৫১ রান।
এ দিন অবশ্য দু’ওপেনার শুরুটা বেশ ভাল করেন। জুটিতে তাঁরা যোগ করেছেন ১৯৩ রান। তার ফলেই সচিন-বীরুর পার্টনারশিপে করা ৪৩৮৭ রান অতিক্রম করেছেন তাঁরা। রোহিত-ধওয়নের ঝুলিতে এখন ৪৫৭১ রান।
আরও পড়ুন: সন্দীপ পাতিলের ছিল একাধিক বান্ধবী, শ্রীকান্ত নাকি টি২০-র জনক, জানতেন?
আরও পড়ুন: বিশ্রামে ধোনি, দলে একাধিক পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ
ভারতের হয়ে পার্টনারশিপে সবচেয়ে বেশি রানের মালিক সচিন-সৌরভ। তাঁদের সংগ্রহে রয়েছে ৮২২৭ রান। আজকের পর সচিন-বীরু নেমে গেলেন তিন নম্বরে। বিশ্বক্রিকেটে ওপেনিং পার্টনারশিপে সচিন ও সৌরভ ৬৬০৯ রান করে শীর্ষে রয়েছেন। রোহিত ও ধওয়ন ৪৫২৬ রান করে এই তালিকায় (ওপেনিং পার্টনারশিপ) চার নম্বরে।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)