Sachin Tendulkar

মোহালিতে দুরন্ত রোহিত-শিখর, টপকালেন সচিন-বীরুকে

সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে রোহিত ও শিখরের ব্যাট কথা বলেনি। চতুর্থ ওয়ানডের বল গড়ানোর আগে ভারতের বাঁ হাতি ওপেনারের সংগ্রহ তিন ম্যাচে ২২ রান। প্রথম তিনটি ম্যাচ থেকে রোহিত করেন ৫১ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৬:০৪
Share:

রোহিত-শিখরের ব্যাটে ম্লান সচিন-বীরু। ছবি: এএফপি

ওয়ানডেতে সচিন তেন্ডুলকর-বীরেন্দ্র সহবাগ জুটিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা ও শিখর ধওয়ন। রবিবার মোহালিতে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে। ভারতের দু’ওপেনারই রানের খরা কাটিয়েছেন এ দিন।

Advertisement

সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে রোহিত ও শিখরের ব্যাট কথা বলেনি। চতুর্থ ওয়ানডের বল গড়ানোর আগে ভারতের বাঁ হাতি ওপেনারের সংগ্রহ তিন ম্যাচে ২২ রান। প্রথম তিনটি ম্যাচ থেকে রোহিত করেন ৫১ রান।

খেলার কুইজ

Advertisement

এ দিন অবশ্য দু’ওপেনার শুরুটা বেশ ভাল করেন। জুটিতে তাঁরা যোগ করেছেন ১৯৩ রান। তার ফলেই সচিন-বীরুর পার্টনারশিপে করা ৪৩৮৭ রান অতিক্রম করেছেন তাঁরা। রোহিত-ধওয়নের ঝুলিতে এখন ৪৫৭১ রান।

আরও পড়ুন: সন্দীপ পাতিলের ছিল একাধিক বান্ধবী, শ্রীকান্ত নাকি টি২০-র জনক, জানতেন?

আরও পড়ুন: বিশ্রামে ধোনি, দলে একাধিক পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের হয়ে পার্টনারশিপে সবচেয়ে বেশি রানের মালিক সচিন-সৌরভ। তাঁদের সংগ্রহে রয়েছে ৮২২৭ রান। আজকের পর সচিন-বীরু নেমে গেলেন তিন নম্বরে। বিশ্বক্রিকেটে ওপেনিং পার্টনারশিপে সচিন ও সৌরভ ৬৬০৯ রান করে শীর্ষে রয়েছেন। রোহিত ও ধওয়ন ৪৫২৬ রান করে এই তালিকায় (ওপেনিং পার্টনারশিপ) চার নম্বরে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement