শনিবার ইডেনে রোহিত শর্মা। ছবি: এএফপি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে নেই মহেন্দ্র সিংহ ধোনি। যা ঋষভ পন্থের কাছে বিশাল সুযোগ বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
শনিবার ইডেনে প্রচারমাধ্যমের সামনে রোহিত বলেন, "বেশ কিছু বছর ধরেই ধোনি আমাদের মস্ত বড় নির্ভরতার জায়গা। মাঠে ওর অভিজ্ঞতার অভাব অবশ্যই অনুভূত হবে। তবে এটা আবার ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের কাছে নিজেদের মেলে ধরার দারুণ সুযোগ।"
একদিনের সিরিজের দলেও জাতীয় নির্বাচকরা রেখেছিলেন ঋষভকে। প্রথম তিন ম্যাচে তিনি খেলেনও। কিন্তু, তারপর সুস্থ হয়ে ওঠা কেদার যাদব চলে আসেন এগারোয়। ধোনির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে বলেই জাতীয় নির্বাচকরা দেখে নিতে চাইছেন ঋষভকে। বিরাট কোহালি বলেছেন, এমএসডি নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছেন ঋষভকে সুযোগ দেওয়ার জন্য। স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন দীনেশ কার্তিক।
আরও পড়ুন: ২৩ রান করলে ইডেনে কোন রেকর্ডের হাতছানি শিখরের সামনে
আরও পড়ুন: ৩১ রানে ১০ উইকেট! কে নিলেন জানেন?
পরের বছর ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে দেখতে চাইছে ভারত। রোহিত বলেছেন, "বিশ্বকাপে যাওয়ার সময় আমাদের হাতে বিকল্পগুলো দেখে নিতে হবে। সীমিত ক্ষমতা নিয়ে গেলে চলবে না। এই সিরিজ সেজন্যই অনেককে দেখে নেওয়ার মঞ্চ। আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি, তাতে বেঞ্চের শক্তি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। দেখতে হবে যাঁরা দলে আসার দরজায় কড়া নাড়ছে, তাঁদের ক্ষমতা কেমন।"
ইডেনে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনায় অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এএফপি।
স্কোয়াডে রয়েছেন ক্রুনাল পান্ড্য ও শাহবাজ নাদিমের মতো দুই নতুন মুখ। দুই জনেই বাঁ-হাতি স্পিনার। রোহিত বলেছেন, "নাদিম প্রথমবার দলে এসেছে। ক্রুনাল আগে স্কোয়াডে থাকলেও খেলেনি। দেখতে হবে এই নতুনরা কী করতে পারে। তবেই আমরা বিশ্বকাপে সেরা দল নিয়ে যেতে পারব।" নেতৃত্ব নিয়ে রোহিত বলেছেন, "আমি প্রথমে ক্রিকেটার, পরে অধিনায়ক। আমার কাজ হল ক্রিকেটার হিসেবে দলের কাজে আসা। তবে গত কয়েক বছরে উপভোগ করেছি নেতৃত্ব। আমি অবশ্য এখনও অস্থায়ী অধিনায়ক।"
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)