বেঙ্গালুরুতে না পারলেও ইডেনে বীরুর রেকর্ড ভেঙেছিলেন রোহিত। —ফাইল চিত্র।
ওয়ানডে ফরম্যাটে তিনটি দ্বিশত রান করার নজির একমাত্র রয়েছে রোহিত শর্মার। এ হেন ‘হিটম্যান’ রবিচন্দ্রন অশ্বিনকে লাইভ চ্যাটে জানালেন যুবরাজ সিংহ ও শিখর ধওয়ন চেয়েছিলেন, বীরেন্দ্র সহবাগের রেকর্ড ভাঙুন মুম্বইকর।
কিন্তু সে যাত্রায় রোহিত পারেননি বীরুকে টপকাতে। তার জন্য হতাশ হয়েছিলেন যুবরাজরা।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২০৯ রান করে আউট হন রোহিত। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে রোহিতকে অভিনন্দন জানিয়েছিল। যুবি ও ধওয়ন চেয়েছিলেন বীরুর ২১৯ রান টপকে যান রোহিত।
আরও পড়ুন: ডোপিং করছেন ২১ থেকে, ফাঁস আর্মস্ট্রংয়ের
ইনস্টাগ্রাম লাইভে তিনি বলেন, ‘‘ডাবল সেঞ্চুরি করার পরে এক জন আমাকে বলেছিল, তুমি যদি আরও এক ওভার থাকো, তা হলে সহবাগের রেকর্ড ভেঙে দিতে পারবে। ড্রেসিং রুমে আমাকে ঘিরে প্রত্যাশাও ছিল। তিন-চার জন চেয়েছিল আমি আরও ১০-১৫ রান করি, তা হলে বীরুর রেকর্ড ভেঙে দিতে পারব। ওই তিন-চারজনের মধ্যে যুবি ও শিখরও ছিল।’’
বেঙ্গালুরুতে না পারলেও রোহিত পরে ২৬৪ রান করে বীরুর রেকর্ড ভেঙে দিয়েছিলেন।