সমর্থকদের ধন্যবাদ অধিনায়কের: এ ভাবেই পাশে থাকুন
Cricket

যোগ দিলেন রোহিত, ধাঁধা নির্বাচন নিয়ে

প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত কি সোজা সিডনির প্রথম একাদশে চলে আসবেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০৫:০৬
Share:

আগমন: মেলবোর্নের হোটেলে রোহিত। স্বাগত জানাচ্ছেন কোচ রবি শাস্ত্রী ও রবীন্দ্র জাডেজা। বিসিসিআই

মেলবোর্ন জয়ের পরে অজিঙ্ক রাহানেদের সামনে এ বার মিশন সিডনি। সেই অভিযান শুরুর আগে একটা প্রশ্ন ঘুরছে ভারতীয় ক্রিকেট মহলে। রোহিত শর্মা কি ৭ তারিখ থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে খেলবেন আর খেললে কার জায়গায়?

Advertisement

বুধবারই মেলবোর্নে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ড এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিত হোটেলে প্রবেশ করছেন আর হেড কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে সতীর্থরা, সবাই স্বাগত জানাচ্ছেন ‘হিটম্যান’-কে। শাস্ত্রী তো বলে ওঠেন, ‘‘নিভৃতবাস কেমন ছিল, বন্ধু?’’ রোহিতের জবাব, ‘‘বয়সটা মনে হচ্ছে কমে গিয়েছে!’’

প্রশ্ন উঠতে শুরু করেছে, রোহিত কি সোজা সিডনির প্রথম একাদশে চলে আসবেন? মেলবোর্নে ভারতের জয়ের পরে এই প্রশ্ন করা হয়েছিল রবি শাস্ত্রীর কাছে। শাস্ত্রী বলেছিলেন, ‘‘রোহিতের সঙ্গে কথা বলে আমাদের দেখতে হবে ও শারীরিক ভাবে কী রকম অবস্থায় আছে। মনে রাখতে হবে, গত দু’সপ্তাহ ধরে রোহিত নিভৃতবাসে ছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে ওর মনোভাবটাও দেখতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: রবীন্দ্র জাডেজাকে মেলবোর্নে খেলানোর মাস্টারস্ট্রোক ছিল কোচ রবি শাস্ত্রীর

দেশের মাঠে টেস্টে ওপেন করতে নেমে সফল হয়েছিলেন রোহিত। এখানেও কি তা হলে তাঁকে ওপেন করতে দেখা যাবে? একটা মহলের বক্তব্য হল, ওপেনে নিজের জন্য জায়গা পাকা করে ফেলেছেন শুভমন গিল। কিন্তু মায়াঙ্ক আগরওয়াল চূড়ান্ত ব্যর্থ। সে ক্ষেত্রে মায়াঙ্ককে বসিয়ে রোহিতকে দিয়ে ওপেন করানো যায়। অন্য দলের মত, রোহিত অনেকটা সময় ক্রিকেটের বাইরে। আইপিএল ফাইনালের পরে আর মাঠে নামেননি। তা ছাড়া চোট সারিয়ে ফিরছেন তিনি। নতুন বলে অস্ট্রেলীয় পেসারদের সামনে রোহিতকে না ফেলে মাঝের দিকেই নামানো ভাল। সে ক্ষেত্রে কে এল রাহুলকে দিয়ে ওপেন করানো হোক, আর রোহিত আসুক হনুমা বিহারীর জায়গায়।

আরও পড়ুন: ইডেনে মুস্তাক আলি ট্রফির প্রস্তুতি দেখতে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ মনে করেন, রোহিতকে ফেরাতে গেলে বিহারী বা মায়াঙ্কের মধ্যে এক জনকে বসাতেই হবে। প্রসাদের জমানাতেই রোহিত প্রথম টেস্টে ওপেন করলেও প্রাক্তন জাতীয় নির্বাচক নিশ্চিত নন যে, এ বারও তাই হবে। প্রসাদের কথায়, ‘‘মায়াঙ্ক বা বিহারীর মধ্যে এক জনকে বাদ দিতে হবে। মায়াঙ্ককে বসানোটা কিন্তু কঠিন। গত ১৮ মাসে ও টেস্টে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছে।’’ যোগ করেন, ‘‘রোহিত নিজে কি ওপেন করতে চাইবে না মিডল অর্ডারে নামা পছন্দ করবে? অনেক দিন বাদে ও খেলতে নামছে।’’

সংবাদ সংস্থা পিটিআইকে প্রসাদ এও বলেছেন, ‘‘টিম ম্যানেজমেন্ট রোহিতকে কোন ভূমিকায় দেখতে চায়, সেটাও একটা ব্যাপার। ওরা কি চায় রোহিত ওপেনে নেমে ভাল মঞ্চ গড়ে দিক, না মাঝে নেমে ইনিংসটাকে সামলাক?’’

আর এক প্রাক্তন নির্বাচক, দিলীপ বেঙ্গসরকর দুটো পরিবর্তন চান সিডনি টেস্টে। মায়াঙ্ক এবং বিহারীকে বসিয়ে কে এল রাহুল এবং রোহিতকে খেলানোর কথা বলেছেন তিনি। বেঙ্গসরকরের কথায়, ‘‘অভিষেক টেস্টে শুভমনকে দেখে খুব ভাল লাগল। ওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। দুটো ইনিংসেই সমান দক্ষতা আর মানসিকতার পরিচয় দিয়েছে। আমি হলে মায়াঙ্কের জায়গায় রাহুল আর বিহারীর জায়গায় রোহিতকে খেলাতাম।’’

কেন এই কথা বলছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন বেঙ্গসরকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘রাহুল খুব ভাল ফর্মে আছে। অস্ট্রেলিয়াতেও রয়েছে অনেক দিন। ওকে খেলাতেই হবে। মায়াঙ্ক ভাল ক্রিকেটার। কিন্তু এখন দেখে মনে হচ্ছে, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে।’’ রোহিতকে কোথায় খেলাতেন তিনি? বেঙ্গসরকরের জবাব, ‘‘আমি হলে রোহিতকে চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠাতাম। অজিঙ্ক রাহানেও ফর্মে ফিরে এসেছে। সব মিলিয়ে ভারতকে অন্য রকম দল দেখাচ্ছে।’’

মেলবোর্নে ভারতকে অবিস্মরণীয় জয় এনে দেওয়ার পরে অধিনায়ক রাহানে ধন্যবাদ দিয়েছেন ভারতীয় সমর্থকদের। তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তিনি। বুধবার রাহানে টুইট করেন, ‘‘আমাদের এই ভাবে ভালবাসার এবং পাশে থাকার জন্য আমি ভারতীয় সমর্থকদের কাছে কৃতজ্ঞ। এই খেলাটাকে যে সব ভারতীয় পছন্দ করেন, তাঁদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের কাছে পুরস্কার।’’ বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার রাহানে আরও লিখেছেন, ‘‘আমরা পরের দুটো টেস্টের জন্য নিজেদের নিংড়ে দিতে তৈরি। আপনারা আমাদের এই ভাবেই সমর্থন করে যান এবং পাশে থাকুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement